পাতা:যাত্রিকের গতি.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজ্ঞানের সহিত কথোপকথন । R : ?

  • আশাবান , কহিল, তাহা বটে, কিন্তু আমার বোধ হয়, সে যদি এত ক্ষণ অামাদের সহিত থাকিত, তৰে তাহার বড় ক্ষতি হইত না ।
  • খ্ৰীষ্টীয়ান কহিল, তাহা সত্য, কিন্তু আমি স্থির জানি সে বিপরীত জ্ঞান করে ।

তাহাতে • আশাৰাম কহিল, হুঁ, আমিও তাহা বুঝি, তথাপি আইস আমরা তাহার নিমিত্তে কিছু অপেক্ষা করি । তাঙ্গাতে তাহারা উভয়েই সেই স্থানে দাড়াইল । অপর • খ্ৰীষ্টীয়ান উচ্চৈঃস্বরে ঐ * অজ্ঞানকে ডাকিয়া কহিল, ও হে, চলিয়। আইস, তুমি পাছে পড়িয়। থাক কেন ? ' তাহাতে * অজ্ঞান উত্তর করিল, আমি একাকী যাইতে ভাল বাসি, কেননা অসন্তোষজনক লোকের সহিত গমন । করা অপেক্ষা একাকী যাইতে আমার যথেষ্ট সুখ জন্মে। তখন - খ্ৰীষ্টীয়ান • আশাবানের প্রতি দৃষ্টি করিয়া তাহার কাণে ২ কহিল, সে আমাদের সহিত যাইতে বড় সন্তুষ্ট নয়, ইহা কি আমি পুৰ্ব্বে তোমাকে কহি নাই ? আরো কহিল, যাহা হউক, এই নিৰ্জ্জন স্থানে আমরা পরস্পর কথোপকথন করিয়া কাল ক্ষেপণ করি। এমন কথা কহিয়া খ্ৰীষ্টীয়ান পুনৰ্ব্বার ঐ * অজ্ঞানকে ডাকিয়া কহিল, ও হে পথিক, চলিয়া আইস, এই ক্ষণে কেমন আছ ? ঈশ্বরের প্রতি তোমার মনের ভাব কেমন ?

  • অজ্ঞান কহিল, বোধ হয়, ভাল, কেননা যাত্রায় । আমার সাত্বনাজনক উত্তম বাসনাতে আমার মন পরিপুর্ণ অাছে । "

তখন - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, সে কি প্রকার বাসনা ? তাঙ্কা অামাদিগকে কহ । * *

  • অজ্ঞান কছিল, আমি স্বর্গকে ও ঈশ্বরকে মনে করি ।