পাতা:যাত্রিকের গতি.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文° & অজ্ঞানের সহিত কথোপকথন ।

  • খ্ৰীষ্টীয়ান কহিল, ভূতের এবং নরকস্থ প্রাণিরাও তাহাই মনে করিয়া থাকে । -
  • অজ্ঞান কহিল, কিন্তু আমি তাছা মনে করি, এবং তাহার আকাঙ্ক্ষাও করি।
  • খ্ৰীষ্টীয়ান কহিল, যাহারা সেই স্থানে কখন উপস্থিত হইবে না, এমন অনেক লোক তাহার আকাঙ্ক্ষা করিয়া থাকে। লিখিত আছে, ‘ অলস লোক বাঞ্ছা করিয়াও কিছু পায় না।’ 読い
  • অজ্ঞান কছিল, আমি সে সকল বিষয়ের আকাঙ্ক্ষী হইয়। তাছার নিমিত্তে সৰ্ব্বস্ব পরিত্যাগ করি ।

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, ইহাতে আমার কিঞ্চিৎ সন্দেহ জন্মে, কেননা সৰ্ব্বস্ব ত্যাগ করা কেমন কঠিন কৰ্ম্ম তাহা অল্প লোক জানে। তুমি স্বর্গের এবং ঈশ্বরের নিমিত্তে সৰ্ব্বস্ব ত্যাগ করিয়া থাক, ইহার কি প্রমাণ পাইয়াছ ? * অজ্ঞান কহিল, আমার মন আমাকে প্রমাণ দেয় । তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, ধৰ্ম্মপুস্তকে লিখিত আছে, * যে জন আপন মনেতে নির্ভর দেয়, য়ে অজ্ঞান।’

  • অজ্ঞান কহিল, সে কথা দুষ্ট মনের প্রতি বৰ্ত্তে, কিন্তু আমার মন ভাল । -

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কছিল, তোমার মন ভাল, ইহার কি প্রমাণ দিতে পার?

  • অজ্ঞান কহিল, অামার মন স্বর্গের প্রত্যাশাদ্বারা অামাকে সাজ্জ্বন করে।

তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, মনের কপিটোতেও তাহ হইতে পারে। যে বিষয়ের আশাতে যাহার কোন অধিকার নাই, তাহার মন সেই বিষয়ের আশাতে তাহার লাজ্বন জন্মাইতে পারে। -

  • জজ্ঞান কহিল, আমার মনের , এবং আচরণের