পাতা:যাত্রিকের গতি.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজ্ঞানের সহিত কথোপকথন। *、*)○ ঐক্য আছে, ইহাতে আমি যে সেই আশার অধিকারী তাহা জানি । w তাহাতে - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, তোমার মনের এবং আচরণের ঐক্য আছে ইহা তোমাকে কে কহিয়াছে?

  • অজ্ঞান কছিল, আমার মন আমাকে কহে । তাহাতে * গ্ৰীষ্টীয়ান কহিল, ওঁড়ির সাক্ষী মাতাল। তোমার মন তোমাকে কহে, এ কেমন কথা ? এই বিষয়ে ঈশ্বরের বাক্য প্রমাণ ভিন্ন অন্যান্য প্রমাণ অমুলক জানিবা। অপর * অজ্ঞান জিজ্ঞাসিল, যাহার মনে নিরন্তর উত্তম চিন্তার উদয় হয়, তাহার মন কি ভাল নয় ? এবং ঈশ্বরের আজ্ঞানুযায়ি যে আচরণ,তাহাকেও কি ভাল বলা যায় না ? তাহাতে - খ্ৰীষ্টায়ান কছিল, হুঁ, উত্তম চিন্তা বিশিষ্ট মন ভাল, এবং ঈশ্বরের আজ্ঞানুষায়ি আচরণও ভাল বটে; কিন্তু ইহার মধ্যে বিশেষ আছে, প্রকৃতরূপে এতদ্বিশিষ্ট হওয়া এক বিষয়; এবং এতদ্বিশিষ্ট অাছি এমন বোধ করা অন্য বিষয় । o,
  • অজ্ঞান জিজ্ঞাসিল, ভাল; তুমি উত্তম চিন্তা এবং ঈশ্বরাজ্ঞানুযায়ি আচরণ কাহাকে বল ?

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, শুন, উত্তম চিন্তা অনেক প্রকার অাছে ; তাছার মধ্যে কতকগুলীন আত্মবিষয়ক, ও কতকগুলীন ঈশ্বরবিষয়ক, ও কতকগুলীন খ্ৰীষ্টবিষয়ক, এবং কতকগুলীন অন্যান্যবিষয়ক ।

  • অজ্ঞান জিজ্ঞাসিল, আত্মবিষয়ক যে উত্তম চিন্তা সে কি প্রকার ?
  • খ্ৰীষ্টীয়ান কহিল, যে ২ চিস্তা ঈশ্বরের বাক্যের সহিত মিলে সেই উত্তম । *.
  • অজ্ঞান জিজ্ঞাসিল, অামাদের ষে আত্মবিষয়ক চিন্তা সে ঈশ্বরবাক্যের সহিত কখন মিলে ?