পাতা:যাত্রিকের গতি.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、> や অজ্ঞানের সহিত কথোপকথন ।

  • অজ্ঞান কহিল, কেন ? আমি যাক জানি তাহা সংক্ষেপে কহি শুন, পুণ্যবান হইবার জন্যে আমাকে প্ৰভু যীশু * খ্ৰীষ্টেতে বিশ্বাস করিতে হয়।

তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, শুন, “ শ্রীষ্টের প্রয়োজন না দেখিয়া তুমি কি প্রকারে খ্রীষ্টেতে বিশ্বাস করিতে পার ? তুমি আপন সহজাত দোষ ও আত্মকৃত পাপ না বুঝিয়। আপনার মনে ও ক্রিয়াতে অভিমান করিতেছ; ইহাতেই আমি স্পষ্টরূপে জানি, যে ঈশ্বরের সাক্ষাতে পুণ্যবান হইবার জন্যে তুমি কোন কালে “ শ্রীষ্টের প্রয়োজন দেখ নাই; অতএব “ শ্রীষ্টেতে বিশ্বাস করি, এমন কথা কি প্রক্ষারে কহিতে পার ? তাহাতে * অজ্ঞান কহিল, সে যাহা হউক, আমি ভালরূপে বিশ্বাস করি ।

  • খ্ৰীষ্টায়ান জিজ্ঞাসিল, ভাল, তুমি কেমন বিশ্বাস করিতেছ?
  • অজ্ঞান কহিল, যে প্রভু যীশু খ্ৰীষ্ট পাপিদিগের নিমিত্তে প্রাণ ত্যাগ করিলেন, আমি যদি তাহার অাজ্ঞা পালন করি, তবে তিনি আমার সেই সদাচরণ গ্রাহ্য করণ পুৰ্ব্বক অভিশাপহইতে আমাকে মুক্ত করিয়া ঈশ্বরের সম্মুখে পুণ্যবান করিবেন ; ফলতঃ দয়াময় খ্রীষ্ট নিজ পুণ্যদ্বারা আমার ধৰ্ম্মাচরণকে পিতার ভুষ্টিজনক করবেন, তাহাতে আমি পুণ্যবান গণিত হইব, আমার এমত বিশ্বাস আছে । . يخ. بما

তাহাতে * খ্ৰীষ্টীয়ান কছিল, তোমার এই রূপ যে বিশ্বাস, তুহার বিস্বয়ে অামি কিঞ্চিৎ উত্তর দি, শুন । * প্রথমতঃ ; ভুমি এই ষে রূপ বিশ্বাস করিতেছ, ইহা স্বপ্নদর্শকের ষোগ্য বিশ্বাম, কেননা এ রূপ বিশ্বাসের বর্ণনা ঈশ্বরশাস্ত্রের কোন স্থানেতেই পাওয়া যায় না ।