পাতা:যাত্রিকের গতি.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ক্ষণিক গ্রামকের ইতিহাস । 失冬° তাহাতে • আশাবান কহিল, হুঁ, ইহার কিছুই জামি স্বয়ং ঠেকিয় জানিয়াছি, যেহেতুক পুর্বে জামায়ণ্ড মনেতে ঐ রূপ উদয় হইয়াছিল । * , , ‘

  • খ্ৰীষ্টীয়ান কছিল, ভাল, তবে এই ক্ষণে জামাদের প্রতিবাসি ঐ * অজ্ঞানের বিষয়খপঞ্জিত্যাগ করিয়া লাভজনক অন্য কোন প্রসঙ্গ আরম্ভ করি : "

তাহাতে * অাশাবান কছিঙ্গ, স্কাহ হইলে আমার বড় আনন্দ হয় ; কিন্তু ভাই, তোমাকে আরম্ভ করিতে হইবে । "धुँोझैौग्नान কহিল, ভাল, তবে 'জামি কছি, শুন, দশ বৎসর গত হইল তোমার অঞ্চলে ৰাসকারি - ক্ষণিক নামে ৰে ব্যক্তি, আপনাকে পরম ধাৰ্ম্মিঞ্চ দেখাইত, তাহাকে কি তুমি জানিয়াছিলা ? ". .” তাহাতে * অাশাবান কহিল, হুঁ, তাহাকে জানিব না কেন ? * সৌজন্য নামক নগরহইতে এক ক্রোশ দূর ৰে • নিরনুগ্রহ নামে নগর, সেই নগরে • পরাবৃত্ত নামক ব্যক্তির বাটীর পাশ্বে সে ব্যক্তি বাস করিত ।

  • গ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, তাহারি চালের নীচে বাস করিত রটে । ঐ ব্যক্তি এক বার চেতন পাইয়াছিল, এবং অামার বোধ হয়, সেই সময়ে আপন পাপ ও তাছার উপযুক্ত কল বিষয়ে তাহার জ্ঞান জন্সিয়াছিল ।

তাছাতে • আশাবান কহিল, হুঁ, আমিও তাহাকে তেমনি বুঝিয়াছিলাম ; কেনুনা তাহার বাটীহইতে অামার বাৰ্টী কেবল দেড় ক্রোশ দূর হওয়াতে সে অনেক বার সজল নয়নে জামার কাছে আসিত। তাহা দেখিয়। অামার অতিশয় দয়া হইত, এবং তাছার নিমিত্তে অামি নিতান্ত নিরাশ ছিলাম না ; কিন্তু যাহারা প্ৰভু ২ করিয়া স্বলে, তাহারা সকলে স্বৰ্গরাজ্যে প্রবেশ করিতে পাইৰে না, আমরা ইহার প্রমাণ পাইতেছি।. . . . . . .