পাতা:যাত্রিকের গতি.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুখনমা । ఎ আমি তত কহিতে পারি না; তবে তুমি শুনিতে ইচ্ছ। করিতেছ, এই জন্যে আমার পুস্তকহইতে তোমাকে যৎকিঞ্চিৎ শুনাইব। তখন সুখনম্য কহিল, ভাই, তোমার পুস্তকমধ্যে যাহাই লিখিত আছে, তাহা যে সত্য ইহা কি তুমি জান ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান কছিল, ছ। জানি, কেননা সত্যবাদি ঈশ্বর ঐ পুস্তক রচনা করিয়াছেন ।

  • সুখনম্য কহিল ; ভাল, সে পুস্তকে কিং লিখিত আছে ? তাক্ষাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, অনন্তকাল পর্য্যন্ত ভোগ করা যায় এমন অসীম রাজ্য এবং অনন্ত জীবন আমাদের হইবে, ইহা লিখিত অাছে।

তখন “ সুখনম্য কহিল, ভাল কহিয়াছ, ইহা ছাড়া আর কি আছে ?

  • খ্ৰীষ্টীয়ান কছিল, তদ্ভিন্ন তেজস্বি মুকুট আছে, এবং আমাদিগের শরীরকে তেজঃপুঞ্জ করে সৰ্য্যের ন্যায় এমন তেজোময় বস্ত্র অাছে।

তখন সুখনম্য কহিল, যে আহ। ২ এ সকল অতি অপুৰ্ব্ব বস্তু। ভাল, ভাই, এতদ্ভিন্ন কি আরো কিছু আছে ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, সেখানে কোন দুঃখের লেশ নাই এবং ক্ৰন্দন মাত্রও নাই। কারণ সে স্থানের কর্তা আপনি আসিয়া সকলের নেত্রজল মুছিয়া দেন।

  • সুখনম্য জিজ্ঞাসিল, আমরা সেখানে গেলে আমাদিগের প্রতিবাসী কে ২ হইবে ?

তখন “ খ্ৰীষ্টীয়ান কহিল, যাহাদের তেজের প্রভাবে হঠাৎ চক্ষু মুদ্রিত করিতে হয়, এমন • সিরাকীমের এবং * কিরূবদিগের সহিত আমরা বসতি করিব, এবং সেখানে গেলে আমাদের অগ্রগত যে সহঅ ২ লোক সেখানে বাস করে, তাহাদের সহিত যে কেবল সাক্ষাৎ হইবে তাহ।