পাতা:যাত্রিকের গতি.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विकूल1.८न-ग । &文今 কথোপকথন ইত্যাদি সপ্রকাশ ধৰ্ম্মক্রিয়া সকল পরিত্যাগ করে ৮, পঞ্চমতঃ, তাছারা দুষ্টত্তৰপুৰ্ব্বক ধাৰ্ম্মিকদিগের আচরণের ছিদ্র অন্বেষণ করে, কেননা কোন প্রকারে যদি ছিদ্র পায়, তবে সেই ছল করিয়া তাহারা ধৰ্ম্মাচরণ ত্যাগ করিতে পারে। ষষ্ঠতঃ, তাহারা ভণ্ড লম্পট ইত্যাদি দুষ্ট লোকদের সহিত পরিচয় ও অালাপ করিতে প্রবৃত্ত হয় । সপ্তমতঃ, তাহার উত্তরোত্তর গুপ্ত ভাবে ঐহিক কামুকত ইত্যাদি বিষয়ের কথোপকথন করে, এবং যদ্যপি কোন ধাৰ্ম্মিক লোকের সেই রূপ কোন দোষ দেখে, তবে বড় আনন্দ করে, কেননা তাহাদের দেখা দেখি সেই সকল করিতে পারিবে। অষ্টমতঃ, তাহার ক্রমে ২ প্রকাশ রূপে লঘু পাপকে খেলার বিষয় জ্ঞান করে । নবমতঃ, এই রূপে তাহার। ক্রমে ২ মনকে কঠিন করিয়া প্রকৃত স্বভাব প্রকাশ করে, এবং মহা ভ্ৰমেতে ভ্রান্ত হইয়া ঈশ্বরানুগ্রহকর্তৃক যদি নিবারিত না হয়, তবুে সৰ্ব্বনাশ সাগরে একেবারে গ1 ঢালিয়া দেয় । ”* .." ২ ৩ অধ্যায় । অনন্তর আমি স্বপ্নে দেখিলাম, যেন এই রূপে যাত্রিরা ক্রমে ২ - মোহভূমি পার হইয়। “ বিমূল নামক ভূমিতে প্রবিষ্ট হইল । সেই অঞ্চলের বায়ু অতি সেগন্ধি ও সুখজনক, এবং প্রকৃত পথ তাছার মধ্য দিয়া গমন করাতে তাহার সেখানে কিছু কাল সুখভোগ করিল। চতুৰ্দ্দিগেতে নানাবিধ রষ পুষ্পোদ্যান, তাহাতে প্রতি দিন অস্নানরূপে পুষ্প সকল প্রফুল্প হইয়া আছে, এবং মান বৃক্ষেতে বিবিধ পক্ষি সকল অতি মধুর স্বরেতে