পাতা:যাত্রিকের গতি.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়ুল দেশস্থ উদ্যান । *、*、> পীড়িত হইয়া তাহারা অাৰ্ত্তস্বরে কহিতে লাগিল, হে বন্ধু লাক সকল,তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও,তবে অামি প্রেমেতে পীড়িত আছি, এই কথা তাহাকে কহিবা । অম্প কালের পর তাহারা কিঞ্চিৎ সবল এবং পীড়া সহ্য করণে সমর্থ হইয়া পুনৰ্ব্বার যাত্রা আরম্ভ করিল, তাহাতে ক্রমে ২ ঐ রাজধানীর আরো নিকটবর্তী হওয়াতে রাজপথের সম্মুখে চমৎকৃত মনোহর বন উপবন দেখিয়া নিকটবৰ্ত্তী এক জন মালিকে জিজ্ঞাসা করিল, হে মহাশয়, এ সমস্ত রম্য উপবন কাহার ? তাহাতে সে মালী কহিল, এ সকল মহারাজের ভোগের নিমিত্তে, এবং যে ২ ষাত্রি লোকের অাইসেন, তাহাদের পরিতোষের নিমিত্তেও বটে । এ কথা কহিয়া সে ব্যক্তি তাহাদিগকে ঐ উদ্যানের মধ্যে লইয়। মনোহর ফলপুষ্পাদির দর্শন ও ভোজনস্বারা তাহাদিগের প্রান্তি দূর করাইল, এবং রাজার প্রিয় বিহারস্থান ও নিকুঞ্জ সকল ক্রমে ২ দেখাইল । এই রূপে তাহারা উত্তম ২ সামগ্রী ভোজন পানদ্বারা পরিতৃপ্ত হইয়া সেই স্থানে নিদ্রা গেল। আমি স্বপ্নে দেখিলাম, যেন ঐ যাত্রি লোকেরা পুৰ্ব্বাপেক্ষ। সেই সময়ে স্বপ্নেতে আরো অধিক কথা কহিতে লাগিল, একারণ তদ্বিষয়ে আমার আশ্চৰ্য্য বোধ হইলে ঐ মালী আমাকে কহিল, তুমি তাহার নিমিত্তে ভাবিতেছ কেন ? এই উদ্যানের দ্রাক্ষণদি ফলের এমনি স্বভাব, যে তাহা ভোজন করিলে অতি মিষ্ট রূপে উদরমধ্যে প্রবিষ্ট হইয়া নিদ্রাবস্থাতে কথা কহায়, ইহা কি জান না ? অপর অামি স্বপ্নে দেখিলাম, নিদ্রাভঙ্গ হইলে তাহারা গাত্ৰোখান পুৰ্ব্বক অগ্রসর হইয়া ঐ নগরে উঠিবার নিমিত্তে উদ্যোগ করিতে "লাগিল । কিন্তু ঐ নগর একে নিৰ্ম্মল সুবৰ্ণেতে নিৰ্ম্মিত, তাহাতে তাহার উপরে স্থৰ্য্যের