পাতা:যাত্রিকের গতি.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a、S)* মৃত্যুনদী দিয়া গমন । 事 এমন হইলে * আশাবান আপন ভ্রাতার মস্তক জলহইতে তুলিতে অতি যত্নবান হইলেও সে কখন ২ এক বার ডুবিয়া যায়, আর বার ভুষ করিয়া মৃতবৎ ভাষিয় উঠে। অতএর এই রূপ দুর্ঘটনা দেখিয়া - আশাবান তাহাকে সান্তন করিবার জন্যে কহিতে লাগিল, ও হে ভাই, দ্বার দেখা যায়, আমাদের অভ্যর্থনা করিবার জন্যে কত লোক দ্বারে দাড়াইয়া আছে। তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, আর ভাই, আমি এখন মরিলাম, তাহারা তোমারই অপেক্ষা করিতেছে ; তোমার সহিত আমার পরিচয় হওয়া অবধি তোমার প্রবল আশা আছে । তখন * অাশাবান কছিল, ভাই, কেবল আমার নয়, তোমারও বটে । তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, ভাই হে, আমি যদি প্রকৃত পথে থাকিতাম, তবে অবশ্য তিনি এখনি আমার উপকারের নিমিত্তে অগ্রসর হইতেন । আমি নিতান্ত পাপী, এই জন্যে তিনি আমাকে এই দুৰ্দ্দশাতে আনিয়া পরিত্যাগ করিলেন। তাহাতে । * আশাবান কছিল, ভাই হে, আমি দেখিতেছি, তুমি এই জলের মধ্যে যে ২ কষ্ট পাইতেছ, তাহার একটাও ঈশ্বরকর্তৃক পরিত্যক্ত হওনের লক্ষণ নয় ; কেননা তুষ্ট লোকদিগের বিষয়ে এই লিখিত অাছে, “ তাহার। মৃত্যুর জন্যে বদ্ধ হয় না, কিন্তু তাছাদের শরীর হৃষ্টপুষ্ট আছে; এবং অন্য মর্ত্যের ন্যায় তাহাদের ক্লেশ হয় না, ও অন্য মানুষের মত তাছাদের বিপদ ঘটে না।” এই বচন কি তুমি একেবারে ভুলিলা? ঈশ্বর তোমাকে ত্যাগ করিয়াছেন, এই জন্যে তোমার এত ক্লেশ ঘটিতেছে, তাহা নয় ; তুমি যে দুঃখ পাইতেছ তাস্থার বীজ এই, পূৰ্ব্বে: তুমি যে ২ মঙ্গল প্রাপ্ত হইয়াচু, এই দুঃখের সময়ে তাহা স্মরণ করিয়া ঈশ্বরেতে নির্ভর দিতে পার কি না, এই পরীক্ষার নিমিত্তে,এ দুঃখ জানিবা ।