পাতা:যাত্রিকের গতি.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

込○8 স্বৰ্গীয় সুখের বর্ণনা। তাহারা সাধু সঙ্গ প্রযুক্ত অনায়াসে আকাশমার্গ দিয়া সেই দ্বারের প্রতি গমন করিল। কেননা নদী উত্তীর্ণ হওয়াতে এবং ঐ সাধু ব্যক্তিদিগের সমভিব্যাহারে গমন করাতে তাহাদের মন আনন্দেতে প্রফুল্ল ছিল । তাহাতে ঐ জাজ্বল্যমান লোকেরা কছিলেন, দেখ, এই স্থানের কি পৰ্য্যস্ত মাহাত্ম্য ও সৌন্দর্য্য, তাহা বাক্যদ্বারা কহিয়া শেষ করা যায় না ; কেননা । * সিয়োন পৰ্ব্বত ও স্বৰ্গীয় বিরুশালম এবং অযুত ২ দিব্য দূত, ও সিদ্ধিপ্রাপ্ত ধাৰ্ম্মিকগণের আত্মাগণ এই স্থানে আছে । অতএব তোমরা এই ক্ষণে ঈশ্বরের আরামে গমন করিতেছ; সেই স্থানে অমৃতবৃক্ষ পাইরা তাহার অমান ফল ভোজন করিতে পারিবী ; এবং সেই স্থানে উপস্থিত হইলে পর অপুৰ্ব্ব শুক্ল পরিচ্ছদ পাইয়া অনন্ত কাল পর্য্যন্ত প্রতিদিন মহারাজের সহিত একত্র গতায়াত পুৰ্ব্বক কথোপকথন করিতে পারিবা; কিন্তু পৃথিবীতে থাকিতে যে ২ পীড়াদি নানাবিধ দুঃখ কষ্ট পাইয়াছ, এখানে তাহার কিছুই পাইব না, কেনন। পুরাতন বিষয় সকল গত হইল । বিপদের সম্মুখহইতে ঈশ্বরকর্তৃক লোকান্তরে নীত হইয়া যে সরলপথগামি ধাৰ্ম্মিকের। এই ক্ষণে আপন ২ শয্যার উপরে বিগ্রাম ভোগ করেন, এমন যে ইব্রাহীম ও * ইস্হাক ও *ষাকুৰ এবং ভবিষ্যদ্বক্তৃগণ ইত্যাদি লোকদের নিকটে তোমরা যাইতেছ। তখন যাত্রিকেরা জিজ্ঞাসিল, সেই পৰিত্ৰ স্থানে গিয়। অামাদের কি ২ করিতে হইবে ? তাহাঙ্কণ্ড তাহার কছিলেন, সেই স্থানে তাবৎ পরিশ্রমের পুরস্কার পাইয়া পৰিমধ্যে মহারাজের নিমিত্তে অঞ্জপাত ও প্রার্থনাদি পুৰ্ব্বক যে ২ বীজ রোপণ করিয়াছ, তাহাঁক্লিফল ভোগ করিব। আর সেই স্থানে সুবর্ণের মুকুট পশ্লিশন পুৰ্ব্বক নিত্য ২ পবিত্র, রাজার সম্প্রদর্শন পাইব;