পাতা:যাত্রিকের গতি.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গীয় সুখের বর্ণন । &о& এবং তিনি ষাদৃশ আছেন, তাদৃশ তাছাকে দর্শন করিব। আর তোমরা র্যাছার সেবা করিতে বাঞ্ছিত হইয়া শরীরের দৌৰ্ব্বল্য প্রযুক্ত সংসারেতে অধিক কষ্ট পাইয়াছিলা, সে স্থানে গিয়া অানন্দধ্বনি পুৰ্ব্বক ধন্যবাদ করিয়া তাহার সেবা করিতে পাইৰা । তাছাতে সৰ্ব্বাধিপতির মনোহর রূপ ও মধুর বাক্য দেখিয়া শুনিয়া তোমাদের চক্ষু কৰ্ণ আহাদেতে পুলকিত হইবে । তম্ভিন্ন সেখানে তোমাদের যে ২ বান্ধব ইত্যাদি ধাৰ্ম্মিক লোক পুৰ্ব্বে উপস্থিত হইয়াছেন, তাহাদের সহিত দর্শন স্পশন আলাপ ব্যবহার করিতে পাইবা ; এবং ইহষ্ণু পর যে ২ লোকের এ স্থানে আগমন করবেন, আহাদ পুৰ্ব্বক তাহদের অগিবাড়াম লইতে পারিব। অধিক কি কহিব ? তোমরা অতুল্য ঐশৰ্য্যান্বিত হইয়। মহারাজের সহিত রথারোহণ পুৰ্ব্বক গমনাগমন করিতে পারিবা, এবং তিনি যখন মেঘারুঢ় হইয়া তুরী সহকারে বায়ুবেগের সহিত আগমন করিয়া বিচারাসনে বসিবেন, তখন তোমরাও তাহার সহিত আসিয়া তাহার পাশ্বে উপবিষ্ট হইবা ; তাহা কেবল নয়, তিনি যখন পাপিদিগের দণ্ড নিশ্চয় করিবেন, তখন তাহারা মনুষ্য হউক, কিম্বা দূত হউক, তাহাদের দণ্ড বিষয়ে তোমাদের কথাও গ্রাহ হইবে; কেননা তাহারা যেমন তাহার শবু, তেমনই তোমাদেরও শত্ৰু । অবশেষে তিনি যখন রাজধানীতে কিরিয়া যাইৰেল ; তখন তোমরাও তুরীবাদ্যেতে-তাহার সহিত উপনীত হইয়া নিত্য তাহার সহিত স্বাস করিবা। : . এই রূপ কথোপকথন করিতেই যখম তাহারা দ্বায়নিকটब्रउँौं श्न्न, अमम जमदग्न रौंग्र टेगमाङ्हेप्ड यक मञ्ज देणमा তাছাদের সছিত,সাক্ষণতের নিমিত্তে বাহির হইল”। পরে ঐ দুই জাজ্বল্যমান ব্যক্তি সেই সৈন্যদিগকে কছিলেন, এই ব্যক্তির। সংসারে থাকিতে আমাদের প্রভুকে স্নেহ করিয়া