পাতা:যাত্রিকের গতি.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о সুখনমা । নয়, স্বর্ণমুকুটধারি প্রাচীন লোকদের সহিত ও বীণাধারিণী পুণ্যবতী কন্যাদিগের সহিতও সাক্ষাৎ হইবে । আর পরমেশ্বরের প্রতি স্নেহ করণের জন্যে যাহারা জগতের লোককর্তৃক ছিন্নভিন্ন ও অগ্নিপ্রজ্বলিত ও পশুখাদিত ও সমুদ্রমগ্ন হইয়া মৃত্যু প্রাপ্ত হইয়াছে, এমন কত ২ লোককে সে স্থানে সুস্থ ও অনন্ত জীবনরূপ বস্ত্র পরিহিত হইয়া বাস করিতে দেখিব। আর সে স্থানের এমন অাশচর্য্য ব্যবহার যে সেখানে হিংসক লোকমাত্র নাই, বরং সকলের প্রতি সকলেই স্নেহ করিয়া থাকে, এবং তাহারা পরমধাৰ্ম্মিকের ন্যায় আচরণ করিয়া সৰ্ব্বদা পরমেশ্বরের দৃষ্টিতে গমনাগমন করিয়া কিম্বা তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া বাস করে। তাহাতে “সুখনম্য কহিল, ভাই হে, কি আশ্চৰ্য্য কথাই শ্ৰবণ করিলাম ! শুনিবামাত্র আমার মন আহলাদেতে পুলকিত হইল। ভাল ভাই, ঐ সকল বিষয় আমরা ভোগ করিতে পারি কি না ? অার কি প্রকারেই বা তাহার অংশী হইতে পারি? ইহা অনুগ্রহ করিয়া বল, শুনি । তখন “ শ্ৰীষ্টীয়ান কহিতে লাগিল, সেই দেশের রাজা এই পুস্তক রচনা করিয়া লিখিয়াছেন, যে যাহারা ঐ সকল বিষয় লইতে নিতান্ত আকাঙ্ক্ষা করে তাহাদিগকেই বিনা भूम्जा मङ श्हेप्द। এ কথা শুনিয়া “সুখনম; আনন্দে পুলকিত হইয়া কহিল, যে হে সখে, তবে চলিয়া অাইস, আমরা সত্বর গমন করি। * খ্ৰীষ্টীয়ান কছিল, ভাই হে, আমার পৃষ্ঠেতে যে গুরুতন্ত্র বোঝা আছে, তন্নিমিত্তে আমি ইচ্ছামত শীঘ্র গমন করিতে পারি না। অপর আমি স্বপ্নে দেখিলাম যে ঐ দুই জন পরস্পর কথোপকথন সাঙ্গ করিবামাত্র অন্যমনস্ক প্রযুক্ত অকস্মাৎ