পাতা:যাত্রিকের গতি.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বগীয় রাজপুরীতে নীত হওন। え○● আবৃত হইয়। থাকিব। এই রূপ ভাবিয়া তাহারা যখন ঐ দ্বারের নিকটে গেল, তখন তাহাদের কি পর্ষ্যস্ত অtহলাদ হইল, তাহা বাক্যদ্বারা নির্ণয় করা যায় না। এই রূপে তাহারা দ্বারনিকটে উপস্থিত হইলে দ্বারোপরি দৃষ্টি করিয়া স্বর্ণ অক্ষরেতে লিখিত এই ২ বাক্য দেখিল, “ যাহারা তাহার আজ্ঞা পালন করে, তাহারাই ধন্য ; কেননা তাহারা অমৃত বৃক্ষের অধিকারী হইবে, এবং দ্বার দিয়া নগরে প্রবেশ করিবে ।” + অনন্তর আমি স্বপ্নে দেখিলাম, তাহারা ঐ দুই তেজস্বি ব্যক্তির আজ্ঞানুসারে দ্বারেতে আহ্বান করিল ; তাহাতে *হনোক ও মূসা ও এলিয় প্রভৃতি কোনং লোক দ্বারের ছাতহইতে মুখ বাড়াইয়। দেখিতে লাগিলেন। তাহাতে ঐ দুই ব্যক্তি কহিলেন, রাজার প্রতি অত্যন্ত স্নেহপ্রযুক্ত এই যাত্রি লোকেরা * ধ্বংস্য নগরহইতে আসিয়াছে। এ কথা কহিবামাত্র * ষাত্রিকেরা যাত্রারম্ভ কালে নিজ ২ যে অধিকারপত্র পাইয়াছিল, তাহ, তাহাদিগকে অপর্ণ করিল। তাহারা ঐ পত্র লইয়। পুরীমধ্যে গিয়া মহারাজের হস্তে দিলে পর তিনি পত্র পাঠ করিয়া কছিলেন, সেই লোকেরা কোথায় ? তাহাতে তাহারা কছিলেন, দ্বারের বাহিরে দাড়াইয়া আছে। তখন রাজা কছিলেন," তোমরা দ্বার মুক্ত কর, তাহাতে সত্যতাসক্ত ধাৰ্ম্মিক জাতি প্রবেশ করিবে ।” অপর আমি স্বপ্নে দেখিলাম, দ্বার মুক্ত হইলে পর সেই দুই জন প্রবিষ্ট হইবামাত্র রূপান্তর হইয়া সুৰর্ণের ন্যায় তেজোময় বস্ত্র পরিহিত হইল, এবং তৎকালে বীণা ও মুকুটধারি ব্যক্তিরা আসিয়া সম্বুমের নিমিত্তে তাহাদের মস্তকে মুকুট দিল, এবং স্তুতি করণের নিমিত্তে হন্তে বীণা দিল । পরে স্বপ্নে শুনিলাম, আনন্দ প্রযুক্ত রাজধানীর সর্বত্র ঘন্টাধ্বনি হইল, এবং সেই