পাতা:যাত্রিকের গতি.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్చిSDy স্বৰ্গীয় রাজপুরীতে বাস করণ। যাত্রিদের প্রতি এই কথা উক্ত হইল, “ তোমরা আপন প্রভূর সুখের ভাগী হও।” এ কথা শুনিয় তাহারাও উচ্চৈঃস্বরে এই গান করিতে লাগিল, “সিংহাসনোপবিষ্ট ব্যক্তির প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সন্ত্রম ও গৌরব ও কর্তৃত্ব অনন্ত কাল পর্যন্ত বর্ভুক।” এই প্রকারে ঐ ষাত্রিকদিগের প্রবেশের নিমিত্তে যখন দ্বার মুক্ত হইল, তখন আমি অবকাশ পাইয়া নগরের ভিতরে দৃষ্টি করিয়া দেখিলাম, ঐ নগর সুৰ্য্যের মত তেজোময়, এবং তাছার রাজমার্গ সকল সুবৰ্ণেতে নিৰ্ম্মিত। এবং সেখানে ষে ২ লোকদিগকে গমনাগমন করিতে দেখিলাম, তাহাদের প্রত্যেকেরই মস্তকে মুকুট এবং হস্তে তালপত্র ও স্তুতি গানার্থক স্বর্ণময় বীণা আছে। আর ঐ স্থানে পক্ষবিশিষ্ট অনেক ২ লোককেও দেখিলাম । তাহার নিত্য ২ পরস্পর কহে, পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু পরমেশ্বর । পরে দ্বার রুদ্ধ হইলে আমি ঐ সমস্ত দেখিয়। তাছাদের সহিত বাস করিতে বড় ইচ্ছুক হইলাম। আমি এই সকল বিষয় ভাবিতেছিলাম, ইতোমধ্যে পশ্চাৎ দৃষ্টি করিয়া দেখিলাম, সেই * অজ্ঞান নামক ব্যক্তি ক্রমে ২ নদীতীরে অাসিয়া উপস্থিত হইল, আর ঐ দুই জন যেমন কষ্ট পাইয়াছিল, সে তাহার অৰ্দ্ধেক ক্লেশও না পাইয়া অতি শীঘ্র ২ নদী পার হইয়া আইল । কারণ * বৃথাশ নামক এক জন কর্ণধার সেই স্থানে তখন নৌকা লইয়াছিল; তাহার সাহায্যে সেই ব্যক্তি অক্লেশে নদী উত্তীণ হইয়। অন্যান্য যাত্রিকদিগের মত দ্বারনিকটে উপস্থিত হইবার জন্যে পৰ্ব্বতারোহণ করিতে লাগিল ; কিন্তু অন্যদের সাহায্যের নিমিত্তে যেমন দুই জন তেজস্বি লোক আগমন করিয়াছিলেন, তেমন তাহার সহায়তা করিতে কেহ আইল মা । অতএব সে