পাতা:যাত্রিকের গতি.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজ্ঞানের শেষ দশা । - * రివె বহু কষ্টেতে পৰ্ব্বতারোহণ করিয়া দ্বারের নিকটে গিয়া উপস্থিত হইল ; পরে দ্বারের উৰ্দ্ধে ঐ লেখা দেখিয়া, অামি অতি শীঘ্র দ্বারে প্রবিষ্ট হইতে পারিব, ইহা ভাবিয়া দ্বারে আঘাত করিতে লাগিল। তখন দ্বারের উপরহইতে কতক গুলীন লোক জিজ্ঞাসা করিল, তুমি কোথাহইতে আইলা, এবং কি চাহ ? তাছাতে সে কহিল, আমি রাজার সাক্ষাতে ভোজন , পান করিয়াছি, এবং তিনি আমাদের পথে শিক্ষা দিয়াছেন । তখন তাহার রাজাকে দেখাইবার নিমিত্তে তাহার অধিকারপত্র চাহিল । তাহাতে সে ব্যক্তি আপন বস্ত্রের সৰ্ব্বত্র অন্বেষণ করিয়া পত্র না পাওয়াতে তাহারা জিজ্ঞাসিল, তোমার নিকটে কি পত্র নাই ? ইহাতে সে ব্যক্তির মুখ দিয়া আর বাঙনিষ্পত্তি হইল না । অতএব তাহারা মহারাজকে ঐ সংবাদ জ্ঞাত করিলে পর সেই ব্যক্তির সহিত রাজার সাক্ষাৎ করা দূরে থাকুক,বরং - খ্ৰীষ্টীয়ান ও *আশাবানকে ষে দুই জন আগবাড়ান আনিয়াছিলেন, তাহাদিগকে তিনি এই আজ্ঞা দিলেন, তোমরা ঐ * অজ্ঞানের হস্ত পদাদি দৃঢ় বদ্ধ করিয়া দূরে লইয়া যাও । পরে আমি দেখিলাম, তাহার প্রভুর আজ্ঞা পাইয় তাহাকে দৃঢ় বন্ধনে আকাশের মধ্য দিয়া লইয়া পৰ্ব্বতপার্শ্বস্থ যে দ্বার আমি দেথিয়াছিলাম, সেই স্বারে প্রবেশ করাইল । অতএব * ধ্বংস্য নগরহইতে যেমন নরকগমনের পথ আছে, তেমনি স্বর্গদ্বারের নিকট হইতেও অাছে, ইহা অামি জানিতে পারিলাম। পরে জাগ্রত হইলে বুঝিলাম, সকলি স্বপ্ন।