পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 е গ্রন্থের শেষশ্লোক। শুন হে পাঠক নিজ স্বপ্নকথা আমি । বলিনু এখন অর্থ অামারে কি তুমি ॥ কিম্বা প্রতিবাসি জনে কিম্বা আপনাতে । যোগ্য হও কিম্বা নাহি প্রকাশ করিতে ॥ কিন্তু ইথে অর্থ যেন ভিন্ন নাহি হয় । বিপরীত অর্থে कबू भझल्ला ना ब्रग्न ॥ বরঞ্চ তোমার ইখে মন্দ সম্ভাবনা । বিপরীত অর্থে হয় অনিষ্ট ঘটনা ৷ বাহ অর্থ পরিহরি গুঢ় অর্থ ধর । দৃষ্টান্ত রূপক কিম্বা বচন আমার ॥ ক্রীড়া বা কোপের হেতু না হক তোমার। মত্ত শিশু জনে তাহা কোপ বা ক্রীড়ার ॥ বিষয় হইতে দেও ভুমি ধর সার । প্রকৃত তাৎপৰ্য্য লও অামার কথার ॥ পদ তুলি মধ্য দেখি কর আলোচনা । ইথে নাহি ক্ষাস্ত হও মম এ প্রার্থনা ॥ ইথে অন্বেষিলে তুমি পাইবা নিশ্চয়। পুণ্য নরে হিতকর অনেক বিষয় ॥ এই গ্রন্থে যদি তুমি ধাতুমল পাও । সাহসে নির্ভর করি তাহ ফেলি দেও ॥ কেবল কনক তুমি যত্ন করি ধর । সুবৰ্ণস্বরূপ এই পুস্তক আমার ॥ উপরেতে আচ্ছাদিত হলেও পিত্তল । খোসা হেতু কেহ কভু পরিহরে ফল । কিন্তু যদি তুমি সব পরিত্যাগ কর । স্বপন বৃত্তান্ত তবে কহিব অপর ॥ 事 প্রথম ভাগ সমাপ্ত ।