পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

及8象 বুদ্ধিমানের সহিত সাক্ষাৎ । ঐ স্বপ্নে আমি দেখিলাম যেন এক প্রবীণ লোক অামার শয়নস্থান দিয়া যাইতেছে, এবং আমার গন্তব্য পথে তাহাকে গমন করিতে দেখিয়া অামি যেন উঠিয়া তাহার সহিত গমন করিলাম। - পরে যাইতে ২ পথিকেরা যেমন করিয়া থাকে, সেই রূপ আমরাও পরস্পর কথোপকথন করিতে লাগিলাম । বিশেষতঃ আমি ঐ বৃদ্ধকে এই কথা জিজ্ঞাসা করিলাম, হে মহাশয়, ঐ নিম্নভূমিতে আমাদের গন্তব্য পথের বাম পাশ্বে কোন নগর দেখা যাইতেছে ? তাহাতে “ বুদ্ধিমান নামক ঐ ব্যক্তি কহিল, উহার নাম * ধ্বংস্যনগর; সে বহুপ্রজ দেশ বটে, কিন্তু তথাকার লোকের অতি অলস ও দুৰ্দ্দশাগ্রস্ত । . . . " . r ইহাতে আমি কহিলাম, আমারও বোধ হইল, ঐ সে নগরই বটে। ঐ নগরের মধ্য দিয়া অামি এক বায় গমন করিয়াছিলাম, তাহাতে তথাকার লোকদের বিষয়ে তুমি যাহা বলিল, তাহ যে সত্য, ইহা জানি। -

  • বুদ্ধিমান কহিল, হায়! তাহাদের প্রশংসা করিতে পারিলে ভাল হইত, কিন্তু সত্যই কহ উচিত।

তখন অামি কহিলাম, ছে মহাশয়, আমি দেখিতেছি, আপনি সজ্জন । উত্তম বিষয় কথনে ও শ্রবণে অাপনকার সুখ বোধ হয়। অতএব নিবেদন করি, ঐ নগরনিবাসি • খীষ্টীয়ান নামে ষে এক ব্যক্তি পূর্বে উদ্ধরাজ্যে গমন করিয়াছিল, তাছার বৃত্তান্ত কি আপনি শুনিয়াছেন ?

  • বুদ্ধিমান কহিল, শুনি নাই কেন ? তাকার ক্লেশ ও বিপত্তি ও যুদ্ধ ও বন্দিত্ব ও ক্ৰন্দন ও আৰ্ত্তনাদ ও ভয় ও ; জাশঙ্কা ইত্যাদি যাহ। ২ পথিমধ্যে ঘটিয়াছিল, সে সকলই অামি শ্রবণ করিয়াছি। তম্ভিন্ন আমাদের তাবদেশ তদ্বিষয়ক জনরবে পরিপুর্ণ হইয়াছে জানিবা । এবং যে