পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানের বিষয়ে লোকদের কথা বাৰ্ত্ত । ২৪৩ সকল লোক তাহার ও তাকার কার্য্যের বিষয় এক বার শুনিয়াছে, তাহারা প্রায় সকলে অনুসন্ধান করিয়া তদৃত্তান্ত পুস্তক পাইতে জুটি করে নাই। অধিক কি কহিব ? তাহার যাত্রা এমত সঙ্কটাপন্ন হইলেও অনেকে তাহার প্রশংসা করিতেছে । এ দেশে বাস করণ সময়ে সকলে তাহাকে উন্মত্ত কছিত, কিন্তু এই ক্ষণে সে স্থানান্তরগত হওয়াতে সকলের প্রশংসা পাত্র হইয়াছে । ফলতঃ এমত উক্ত আছে, সে এখন পরম সুখে কাল যাপন করিতেছে । ক্ষমার যাহারা তাহার ন্যায় কষ্ট ভোগ করিতে নিতান্ত অসম্মত, এই ক্ষণে তাহার লব্ধ ফল দর্শনে তাহাদেরও মুখ দিয়া লাল পড়িতেছে । তাহাতে আমি কছিলাম, তাহারা যথার্থ বুঝিলে অবশ্য ইছ বুঝিবে যে সে এখন পরম সুখে বাস করিতেছে। যেহেতুক সে অমৃত প্রস্রবণের সন্নিধানে অবস্থিতি করত পরিশ্রম ও পরিতাপ ব্যতিরেকে প্রাপ্ত বিষয় ভোগ করিতেছে, তাহার সুখ আর দুঃখমিশ্রিত নক্ষে । সে যাঙ্গ হউক, বল দেখি লোকেরা এখন তাহার বিষয়ে কি রূপ কথাবার্তা কহে ?

  • বুদ্ধিমান কহিল, অস্তুত কথাবার্ভ কহে । কেহ ই ৰলে, সে এখন শুভ্ৰ বস্ত্র পরিধান করিয়া গমনাগমন করে, আর তাহার গলদেশে সুবর্ণ হার সুশোভিত আছে, এবং সে যুক্তাখচিত স্বর্ণমুকুট মস্তকে ধারণ করে । অপর কেহ ২ কহে, ষাত্রাকালে যে সকল তেজোময় পুরুষেরা কখন ২ তাহাকে দর্শন দিতেন, তাহারা সম্প্রতি তাহার সহবাসী কইয়াছেন । এবং এ স্থানে প্রতিবাসিদের পরস্পর যেমত প্রেমালাপ হইয়া থাকে, সেই রূপে সে স্থানে তাহাদের সহিত তাছার প্রেমালাপ হইতেছে । এতদ্ভিন্ন তাহার

বিষয়ে ইহাও জানা গিয়াছে, সে ষে স্থানে বাস করে, x 2