পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৪ - খ্ৰীষ্টীয়ানের বিষয়ে লোকদের কথাবাৰ্ত্ত । তথাকার রাজা নিজ রাজবাটীর মধ্যে তাছাকে অতি শমোরম্য রত্নময় বাসস্থান প্রদান করিয়াছেন, এবং সে রাজার সহিত নিত্য ২ ভোজন পান ও গমনাগমন ও কথোপকথন করত তাহার আনন্দ ও অনুগ্রহপাত্র হইয়াছে। তদ্ব্যতীত কেহ ২ এমনও অনুমান করে যে তাহার যাত্রী ইওনের উদ্যোগকালে তাহার প্রতিবাসিরা তাহাকে ষে হেয়জান ও পরিহাম করিয়াছিল, সেই নিমিত্তে তদেশাধিপতিভাহার প্রভু অবিলম্বে এই অঞ্চলে আগমন করিয়া তাহীদের বিছিত বিচার করিবেন । যেহেতু তাকার কহে, সে এই ক্ষণে রাজার এমত স্নেহপাত্র হইয়াছে, যে যাত্রাকালে তাহার যে সকল অপমান হইয়াছিল, রাজা সে সকল নিজাপমান জ্ঞান করিয়া ত্বরায় তাহার প্রতিফল দিবেন। ইহাতে আশ্চৰ্য্য কি ? যেহেতুক রাজার প্রতি প্রেম করণ প্রযুক্ত তৎকালে * খ্ৰীষ্টীয়ান প্রাণপণে যাত্রা করিয়াছিল । তাহাতে আমি কহিলাম, তাহা সত্য বটে ; আর এই সকল শুনিয়া আমি অতি সন্তুষ্ট হইলাম, যেহেতুক ঐ সন্তাপসহিষ্ণু ব্যক্তি এখন আত্মপরিশ্রমহইতে বিশ্রাম পাইয়া পরমাহলাদে অশ্রুপাতের ফল ভোগ করিতেছে, এবং শজুদিগের অস্ত্রপথের বহির্ভূত হইয়া সকল আপদহইতে সম্পূর্ণরূপে মুক্তি পাইয়াছে। তম্ভিন্ন এই সকল জনরব এ দেশে যে ব্যাপিয়াছে, তাহাও সন্তোষের কারণ, কেননা তস্থার অবশিষ্ট লোকদেরও শুভ ফল দর্শিতে পারে। হে মহাশয়, ইহাতে আমার মনে একটা কথা উদয় হওয়াতে এই ক্ষণে জিজ্ঞাসা করি, • খ্ৰীষ্টীয়ানের স্ত্রী ও পুজদ্ধের বিষয় কি আপনি কিছু শুনিয়াছেন ? আহা! সেই দীনহীনের। এত দিন না জানি কি করিতেছে । , তাহাতে • বুদ্ধিমান কহিল, কে ? * খ্রীষ্টীয়ানীর ও