পাতা:যাত্রিকের গতি.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐीझेोब्रांनो देिश्शंक कथाङ्ग आङ्गस्ट । 史8@ তাহার সন্তানদের কথা কহিতেছ? - খ্ৰীষ্টীয়ানের যেমন সদগতি হইয়াছে, তেমনই তাহাদেরও হইবার বিলক্ষণ *সঞ্জীবনা আছে। যেহেতুক তাহার প্রথমে নির্বোধের ন্যায় ব্যবহার করিয়া - খ্ৰীষ্টীয়ানের নেত্রজলে ও কাকুক্তিতে প্ৰবোধিত হইতে অস্বীকার করিলেও উত্তর ভাব্যভাবনাতে তাহাদের মন আশ্চৰ্য্য রূপে আকৃষ্ট হওয়াতে তাহারাও ৰোছক বান্ধিয়া তাহার পশ্চাৎ চলিয়া গিয়াছে। তন্তুহাতে অামি কহিলাম, কি আনন্দের কথা ! তাহার স্ত্রী পুত্ৰ সকলেই কি গিয়াছে ?

  • বুদ্ধিমান কহিল, হা, সকলেই গিয়াছে। আমি তাহা বিলক্ষণ জানি; যেহেতুক সে সময়ে আমি সে স্থানে থাকাতে তদ্বিষয় উত্তমরূপে অবগত হইয়াছিলাম ।

তাহাতে আমি কহিলাম, তবে এ কথা যে সত্য, এমত ব্যক্ত করা যাইতে পারে ?

  • বুদ্ধিমান কহিল, হুঁ, তাহ প্রকাশ করিতে তোমার কোন ভয় নাই। আমি নিশ্চয় কহিতেছি, ঐ স্ত্রী ও তাহার চারি পুত্ৰ সকলে সেই যাত্রায় প্রকৃত্ত হইয়াছে। আর আমি দেখিতেছি, আমাকে ও তোমাকে আরও অনেক দূর পর্যন্ত একত্র যাইতে হইবে ; অতএব এই অবসরে সে সমস্ত বৃত্তান্ত তোমাকে জানাই ।

দেখ, সেই স্ত্রীর নাম - খ্ৰীষ্টীয়ানী। যে দিবসাবধি সে আপন সন্তান সমভিব্যাহারে যাত্রায় প্রবৃত্ত হইল, তদবধি তাহার ঐ নাম হইয়াছে। তাছার স্বামী নদী পার হইলে পর তাহার অার সংবাদ না পাওয়াতে ঐ স্ত্রীর মন অতিশয় উৎকণ্ঠিত হইতে লাগিল, কারণ তাহার স্বামী লোকান্তর্গত এবং বিবাহরূপ প্রেমবন্ধন ছিন্ন হইয়াছিল। তুমি তো জান, অতি প্রিয় আত্মীয় লোকের বিচ্ছেদে গুরুতর চিস্তার উদয় মনোমধ্যে স্বভাবতই 受 x 3