পাতা:যাত্রিকের গতি.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানীর ভয়জনক স্বপ্নদর্শন। 文8今 তাহার সহিত গেলে আমাদের মঙ্গল হইত ; বোধ হয় সম্প্রতি যাইতে কষ্ট হইবে । পুৰ্ব্বে আমি নিৰ্ব্বোধ প্রযুক্ত তোমাদের পিতার দুঃখ বিষয়ে অনুমান করিয়াছিলাম, সে সকল কেবল মনোবৈকল্যের কিম্বা বায়ুরোগের ফল। এই ক্ষণে আমি নিশ্চয় বুঝিলাম, সে সমস্ত অন্য কারণে হইয়াছিল, অর্থাৎ তাহার প্রতি অনন্ত জীবনের দীপ্তি প্রদত্ত হইয়াছিল ; বোধ হয় সেই জ্ঞানের সহকারে তিনি মৃত্যুপাশহইতে মুক্ত হইয়াছেন। ইহাতে তাহার সকলে পুনৰ্ব্বার রোদন করত অতি উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হায় ! অদ্য অামাদের কি মনস্তাপের দিবস ! পর রাত্রিতে “ শ্ৰীষ্টীয়ানী এক স্বপ্ন দেখিল, যেন এক প্রশস্ত চৰ্ম্মপট তাহার সম্মুখে বিস্তীর্ণ হইল ; তন্মধ্যে তাহার তাবৎ ক্রিয়ার সংখ্যা নির্ণীত ছিল, এবং তাহার দোষের সঙ্কলন কৃষ্ণবর্ণ মেঘের ন্যায় দৃষ্ট হইল। তাহাতে সে নিদ্রাতে অতি উচ্চৈঃস্বরে কহিল, হে ঈশ্বর, পাপিষ্ঠ। যে আমি, আমার প্রতি দয়া করুন। তাহাতে তাহার এই কাতরোক্তি বালকের। শুনিল । , তৎপরে সে দেখিল, যেন অতি কুৎসিতাকার দুই ব্যক্তি তাহার শয্যর নিকটে দণ্ডায়মান হইয়া কহিতে লাগিল, এই স্ত্রীলোকের প্রতি কি করিব? যেহেতুক জাগ্রত বা নিদ্রা সময়ে সৰ্ব্বদা দয়া পাইবার আকাজক্ষাতে এ ক্ৰন্দন করিতেছে । ইহাকে যদি নিবৃত্ত করা না যায়, তবে ইহার স্বামিকে যেমন হারাইয়াছি, তেমনি ইহাকেও হারাইব । অতএব পারত্রিক বিষয়ের ভাবনাহইতে ইহাকে বিরত করণের উপায় চেষ্টা পাইতে হইবে, নতুবা এ ষাত্রিকী হুইবে, জগৎসংসারের লোক ইহাকে রাখিতে পারিবে না । এই রূপ স্বপ্ন দর্শনে তাহার ঘৰ্ম্মাক্ত শরীর থর থর