পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিগুঢ় নামক দূতের কথা। 之、8> ভূমি সে স্থানে যাইতে বাসনা করিতেছ; এবং তুমি পুৰ্ব্বে সেই যাত্রার প্রতিকুলে নিজ অন্তঃকরণ কঠিন করিয়া স্বামির ষে অনিষ্ট করিয়াছ, এবং বালকদিগকে মুখতাবস্থায় রাখিয়াছ, এখন সে বিষয়ে তোমার চেতন জন্মিল, এমত জনশ্রুতিও হইতেছে । অতএব হে * খ্ৰীষ্টীয়ানি, কৃপানিধি প্রভু আমাকে পাঠাইয়া, তিনি পাপক্ষমা করিতে সৰ্ব্বদা উদ্যত আছেন, এবং পাপক্ষমার বাহুল্যে তাহার পরম সন্তোষ জন্মে, এই কথা তোমাকে জানাইতে আজ্ঞা দিয়াছেন । তম্ভিক্ষ তিনি তোমাকে তাহার নিকটে যাইতে ও তাহার সহিত ভোজন পান করিতে আহ্বান করিতেছেন। ইহাতে তুমি সম্মত হইলে তিনি নিজ বাটীর উত্তম দ্রব্য ও তোমার পিতা যাকুবের অধিকার দিয়া তোমাকে ভৃগু করিবেন, ইহা জানিবা । সেই দূত আরও কহিল, যিনি দর্শনকারির জীবনদায়ী, তাহার ক্রমুখ তোমার গত স্বামী • খ্ৰীষ্টীয়ান এবং তাহার লক্ষ ২ সহচর সদাকাল দৃষ্টি করিতেছে । পিতৃগৃহের দ্বারে তোমার পাদবিক্ষেপের শব্দ শুনিলে তাহারা সকলেই আছাদিত হইবে। এই কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী অন্তরে অত্যন্ত লজ্জিতা প্রযুক্ত ভূমিষ্ঠ হইয় প্রণাম করিল। অপর ঐ দূত এক পত্র বাহির করিয়া কহিল, তোমার স্বামির রাজাহইতে তোমার নিকটে এই পত্রও মানিলাম। তাহাতে সে তাহা গ্রহণ করিয়া খুলিবামাত্র তাছাহইতে অত্যুত্তম সুগন্ধি দ্রব্যের সৌরভ নির্গত হইল, এবং তাহা স্বর্ণীক্ষরে লিখিত ছিল। ঐ পত্রের মৰ্ম্ম এই যে তোমার স্বামী - শ্ৰীষ্টীয়ান যাহা করিয়াছিল, তুমিও তাছা কর। আমার রাজধানীতে আগমন করিবার এবং আমার সাক্ষাতে চিরকাল আনন্দে বাস করিবার সেই একমাত্র উপায় জানিবা । এই কথাতে ঐ স্ত্রী আনন্দেতে পরিপূর্ণ হইয়। ঐ দূতকে কহিল,