পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& G е নিগৃচের পরায়শ। হে মহাশয়, রাজার সেৰা করণার্থে আমাকে ও অামার সস্তানদিগ্নকে সঙ্গে ফরিয়া লইয়া ষাইতে আপনি কি সম্মত হইবেন ? ইহাতে ঐ দূত কহিল, হে - খ্ৰীষ্টীয়ানি, মিষ্টের অগ্ৰে তিক্ত বস্তু খাইতে হয় । তোমার পুৰ্ব্বে যে স্বামী গমন করিয়াছে, তাহার ন্যায় তোমাকেও বহু দুঃখ ও কষ্ট ভোগ করিয়া স্বৰ্গীয় নগরে প্রবেশ করিতে হইবে । অতএব তোমাকে এই পরামর্শ দিই, তোমার স্বামী - খ্ৰীষ্টীয়ান যেমত করিয়াছিল, তুমিও সেই রূপ কর । ফলতঃ মাঠের প্রান্তভাগে ঐ যে ক্ষুদ্র দ্বার অাছে, তুমি সেই দ্বারে যাও ; যেহেতুক তোমার গন্তব্য পথের মাথায় সেই দ্বার অাছে । ঐ পথে তোমার শুভগতি হউক । তম্ভিন্ন আমি তোমাকে এই পরামর্শ দিই, তুমি এই পত্র আপন বক্ষঃস্থলে রাখিয়৷ যাৰৎ কণ্ঠস্থ না হয়, তাবৎ আপনি পাঠ কর ও আপন সন্তানদিগকেও শুনাও, যেহেতুক তোমার যাত্রাবস্থার সময়ে যে সকল গীত গাইতে হয়, তাহার মধ্যে এই এক গীত, এবং পথের শেষদ্বারে তোমাকে এই পত্র অপর্ণ করিতে হইবে । অপর অামি স্বপ্নে দেখিলাম যেন ঐ * বুদ্ধিমান মহাশয় আমাকে ঐ উপাখ্যান কহিতে ২ আপনি আর্দ্রচিত্ত হইলেন। সে যাহা হউক, কিঞ্চিৎ কাল পরে তিনি ঐ প্রসঙ্গ পুনরারম্ভ করিয়া কছিলেন, দূত প্রস্থান করিলে পরে - খ্ৰীষ্টীয়ানী আপন পুজদিগকে ডাকিয় এই কথা কহিতে লাগিল, হে আমার পুত্ৰগণ, তোমাদের পিতার মৃত্যু:বিষয়েতে আমার গ্রাণ অতিশয় ব্যাকুল হইয়াছে, ইহ তোমরা অবশ্য দেখিয়া থাকিবা । তিনি সম্প্রতি সুখে বাস করিতেছেন, এ বিষয়ে আমার সন্দেহ নাই, বরঞ্চ তাহার, মঙ্গল হইয়াছে, ইচ্ছ। আমি নিশ্চয় জানি । কিন্তু