পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্তানদিগের প্রতি শ্ৰীষ্টীয়ানীর কথা । 史@@ অামার ও তোমাদিগের পারমার্থিক অবস্থার বিষয়ে অষি বড় চিন্তিত হইয়াছি, যেহেতুক আমাদিগের এই অবস্থা যে নিতান্ত মন্দ, এমত অামার দৃঢ় বোধ হয় । আর তোমাদের পিতার দুঃখের সময়ে তাহার প্রতি অামার যে ব্যবহার হইয়াছিল, তাহা অামার অন্তঃকরণে গুরুতর আক্ষেপের কারণ হইয়াছে, যেহেতুক তাহার প্রতি অামি আপনার এবং তোমাদের মন কঠিন করিয়া তাহার সহিত যাত্রা করিক্তে নিতান্ত অস্বীকার করিয়াছিলাম । এই সকল চিন্তাতে অবশ্য আমার প্রাণবিয়োগ হইত, কিন্তু গত রাত্রিতে আমি ষে স্বপ্ন দেখিয়াছি, এবং অদ্য প্রাতে এই বিদেশি ব্যক্তি আমাকে যে কথা কহিয়াছেন, তাহাতে কিঞ্চিৎ আশ্বাস পাইয়াছি । অতএব ছে আমার পুত্ৰগণ, আইস আমরা তাপী বান্ধিয়া স্বৰ্গরাজ্যের দ্বারাভিমুখে গমন করি । তাছা হইলে তোমাদের পিতার দর্শন পাইয়৷ তদেশের রীতানুসারে তাহার সহিত ও তাহার সহবাসিদিগের সহিত কুশলে অবস্থিতি করিতে পারিব। মাতার অন্তঃকরণ এতক্রপ নত দেখিয়া - খ্ৰীষ্টীয়ানীর সন্তানদিগের নেত্রে আনন্দবারি বহিতে লাগিল । পরে ঐ দূত বিদায় হইলে তাহারা যাত্রার্থে আয়োজন করিতে লাগিল । - এই রূপে তাঙ্কার প্রস্থান করিতে উদ্যত হইলে * খীষ্টীয়ানীর দুই জন প্রতিবাসিনী তাহার গৃহে আসিয়া স্বারে আঘাত করিতে লাগিল। তাহাতে - খ্ৰীষ্টীয়ানী তাহাদের প্রতিও এই রূপ উত্তর করিল, তোমরা যদি ঈশ্বরের নামে আসিয়া থাক, তবে গৃহে প্রবেশ কর । ইঙ্কা শুনিয়া ঐ স্ত্রীলোকেরা অবাক হইল, কেননা পুৰ্ব্বে তাহার। - খ্ৰীষ্টীয়ানীর কিম্বা অন্য কাহারও প্রমুখাৎ এতদ্রুপ কথা কখন শ্রবণ করে নাই । যাহা স্থউক, তা