পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়শীলায় সহিত কথোপকথন । *、○○ মার নিকটহইতে প্রেস্থান করিয়াছেন, বিশেষতঃ যদবধি তিনি নদী পার হইয়াছেন, তদবধি আমার মন অতি ব্যাকুল হইয়াছে। এবং তাহার মনোদুঃখের সময়ে তাহার প্রতি আমি যে সকল নিষ্ঠুরাচরণ করিয়াছিলাম, তাহাতেও আমার মনে অধিক খেদ হইতেছে। সে যাহ। হউক, তাহার তখন যে অবস্থা ছিল, আমার , এখন সেই প্রকার অবস্থা হইয়াছে । এই ক্ষণে যাত্রা ব্যতিরেকে আমার আর কিছুতেই শ্রেয় নাই। গত নিশিতে আমি তাহাকে স্বপ্নে দেখিয়াছিলাম। ছায় ! তাহার সঙ্গে বাস করিলে অামার প্রাণের মঙ্গল হইত। তিনি এখন তদেশের রাজার সহিত বাস করেন, ও তাহার সহিত একাসনে ভোজনোপবেশন করেন, এবং অমরগণের সঙ্গী হইয়াছেন, আর বাসের নিমিত্তে তাহাকে এমন বাটী প্রদত্ত হইয়াছে, ষে তাহার সহিত তুলনা দিলে পৃথিবীস্থ সর্বোত্তম অট্টালিকা গোময়রাশি বোধ হয় । ঐ স্থানের অধিপতি আমার নিকটেও লোক পাঠাইয়া এই রূপ প্রতিজ্ঞ। জানাইয়াছেন, তুমি যদি আমার নিকটে আইস, তবে আমি তোমাকেও স্থান দিব । তাহার সেই দূত এই মাত্র আমার এখানে আসিয়া নিমন্ত্রণপত্র দিয়া চলিয়া গেল । এই কথা কহিয়া সে বক্ষঃস্থলহইতে সেই পত্র বাহির করণ পুৰ্ব্বক পাঠ করিয়া জিজ্ঞাসা করিল, এখন আৱ কি আপত্তি করিতে পার ? তাহাত্তে * ভয়শীলা কহিল, হায় ! তোমার ও তোমার স্বামির এ কেমন উন্মত্ততা, যে তোমরা এমত সঙ্কটে যাইতেছ! তোমার স্বামির যাত্রারম্ভকালে কি ঘটিয়াছিল, তাহা ভূমি অবশ্যই শুনিয়াছ, এবং তদ্বিষয়ে আমাদের প্রতিবাসি * একগুঁইয়া এখনও সাক্ষ্য দিতে পারে, যেহেতুক সে এবং *সুখনম্য তাহার সহিত কিঞ্চিৎ দূর গমন করিয়াছিল,