পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & 8 ভয়শীলার সছিন্ত কথোপকথন । কিন্তু সঙ্কট দেখিয়া বুদ্ধিমান ব্যক্তির ন্যায় ফিরিয়া আইল । এতদ্ভিন্ন সিংহের সহিত এবং আপলুয়োন নামক অসুরের সহিত সংঘটনে এবং মৃত্যুচ্ছায় স্থলীতে তাছার প্রতি যাহা ২ ঘটিয়াছিল ইত্যাদি অনেক বিষয় আমরা বারম্বার শ্রবণ করিয়াছি । এবং * মায়াহট্টে তাহার যে ২ অtপদ ঘটিয়াছিল, ইহাও তোমার বিস্কৃত হওয়া উচিত নয় । দেখ, সে পুরুষ হইয়। এই রূপ বিপদগ্রস্ত হইয়াছিল ; অবলা স্ত্রীজাতি তুমি কি করিতে পারিব ? অার ইহাও বিবেচনা করিয়া দেখ, এই যে চারিটি সুন্দর বালক, ইহার তোমার আত্মজ, সুতরাং তোমার মাংস ও অস্থিস্বরূপ : অতএব যদ্যপি তুমি এমত অবিবেকী হইয়া আপনাকে নষ্ট করিতে উদ্যত হও, তথাপি তোমার গৰ্বফলের প্রতি মমতা করিয়া গৃহে থাক । তাহাতে - খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, ছে প্রতিবাসিনি, তুমি আমাকে আর লোভ দেখাইও না। লাভ করিবার নিমিত্তে আমার হস্তে মূলধন দত্ত হইয়াছে ; অতএব যদি ভীত হইয়া এই সুযোগ অবহেলা করি, তবে আমি নিতান্ত নিন্দাম্পদ হইব । এবং পথিমধ্যে আমার যে ২ আপদ ঘটিবে তুমি কহিতেছ, সে সকলেতে আমার উৎসাহভঙ্গ হওয়া দূরে থাকুক, বরং তাহ সত্য পথের লক্ষণ বোধ হয় । মিষ্টের অগ্রে তিক্ত বস্তু থাইতে হয়, তাছাতে সে মিষ্ট আরও অধিক মিষ্ট লাগিবে। এই ক্ষণে আমি বুঝিলাম, তোমরা আমার গৃহে ঈশ্বরের নামে অাইস নাই, অতএব বিনয় করি, অামার বাটীছইতে বহির্ক্সক্ত হও, আমাকে মার ব্যস্ত করিও না। । } ইচ্ছাতে - ভয়শীল - খ্ৰীষ্টীয়ানীকে তিরস্কার করিয়া অঞ্চলসঙ্গিনীকে কছিল, হে প্রতিবাসিনি “করুণে, আইস, অঞ্জ.ইহাকে ত্যাগ করিয়া যাই । ইহার যাহা ইচ্ছা