পাতা:যাত্রিকের গতি.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ९ উপকারক । তখন - খ্ৰীষ্টীয়ান উত্তর করিয়া কহিল, হে মহাশয়, অামি আগামি ক্রোধহইতে উত্তীর্ণ হুইবার নিমিত্তে মঙ্গলব্যঞ্জক নামে এক জনকর্তৃক, অমুক দ্বারে যাও, এই আজ্ঞা পাইয়া সেই স্থানে গমন করিতে ২ এই মহাপঙ্কে পড়িয়া দুৰ্দ্দশাগ্রস্ত ইইয়াছি । তাহাতে “উপকারক কহিলেন, তুমি পদাপর্ণার্থে স্থা পিত প্রস্তরশ্রেণীর অনুসন্ধান করিয়া কেন গমন কর নাই ? খ্রীষ্টীয়ান কহিল, আমি ভয়েতে ব্যাকুল হইয়া নিকটস্থ পথ দিয়া পলায়ন করিতেছিলাম, তাহাতে হঠাৎ এই স্থানে পড়িয়াছি ।

  • উপকারক কছিলেন, তবে, হস্ত বিস্তার কর । তাহাতে সে হাত বাড়াইয়া দিলে তিনি তাহার হাত ধরিয়া তাহাকে টানিয় ডেঙ্গায় তুলিলেন, এবং অগ্রসর হইতে অাজ্ঞা দিলেন।

অপর এমন সময়ে যেন আমি ঐ *উপকারকের নিকটে গিয়া জিজ্ঞাসা করিলাম, হে মহাশয়, ধ্বংস্যনগরহইতে ঐ দ্বার পর্য্যন্ত গমনের যে পথ তাহা দীনহীন যাত্রিকদিগের নিৰ্ব্বিঘ্নে গমনের নিমিত্তে সুন্দর রূপে নিৰ্ম্মিত না হইয়। এই মহাপঙ্ক দিয়া নিৰ্ম্মিত কেন হইয়াছে ? তাহাতে তিনি আমাকে কহিলেন ; শুন, ঐ মহাপঙ্ককে কোন প্রকারেই শুধরাণ যায় না। কেননা পাপহইতে উৎপন্ন জgাল সকল আসিয়া ঐ স্থানে পতিত হয়, একারণ নৈরাশ্য পঙ্ক নামে বিখ্যাত হইয়াছে। ফলতঃ পাপগ্রস্ত লোকদের অাপনাদিগকে রক্ষা করিতে অক্ষমতা বিষয়ে উত্তরোত্তর চেতনা হওয়াতে তাহাদের মনোমধ্যে উৎপন্ন ভয় ও আশঙ্কা ও সন্দেহ ইত্যাদি মিলিত হইয়। অদ্যাবধি এই স্থানে একত্র হয় ; এ কারণ এ স্থানের মৃত্তিক। এ প্রকার মন্দ জানিবা ।