পাতা:যাত্রিকের গতি.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিরিয়া যাইতে করুণার অলমতি । & 3 & তাহাই করুক ; কেননা এ আমাদের পরামর্শ শুনে না, ও আমাদের সঙ্গ করিতেও ইচ্ছা করে না । কিন্তু. * করুণ। প্রতিবাসিনীর এই বাক্যে ঝটিতি সম্মত না হইয়া দাড়াইয়। রছিল, কারণ * খ্ৰীষ্টীয়ানীর প্রতি তাহার অতিশয় অনুরাগ হওনেতে সে মনে ২ এমত ভাবিতেছিল, যে অামার প্রতিবাসিনী যদি একান্তই যায়, তবে অামি তাহার উপকারার্থে তাছার সহিত কিঞ্চিৎ দূর পর্য্যন্ত গমন করিব । দ্বিতীয় কারণ এই, নিজ মনের অবস্থা বিষয়ে তাহার ভয় জন্সিয়াছিল ; যেহেতুক - খ্ৰীষ্টীয়ানী যাহা ২ কহিয়াছিল, সে সকল বাক্য তাছার মনে দৃঢ়রূপে সংলগ্ন হইয়াছিল। অতএব সে মনোমধ্যে ইহাও ভাবিল, আমি * খ্ৰীষ্টায়ানীর সহিত অারও আলাপ করিয়া যদি তাহার বাক্যে সত্য ও জীবন পাই, তবে তাহার সহিত আমিও একাগ্রচিত্তে গমন করিব । তৎপ্রযুক্ত * করুণ। * ভয়শীলা নায়ী প্রতিবাসিনীকে এই রূপ উত্তর দিল, হে প্রতিবাসিনি, আমি • খ্ৰীষ্টীয়ানীর সহিত সাক্ষাৎ করিতে তোমার সঙ্গে আইলাম ; এখন দেখ, সে অামাদের এ দেশহইতে একেবারে বিদায় হইতেছে, তন্নিমিত্তে আমিও এই নিৰ্ম্মল প্রভাতে তাহার সহিত কিঞ্চিৎ দূরে গমন করিয়া প্রণয় প্রকাশ করি, এমত অভিলাষ হইতেছে । কিন্তু সে পুৰ্ব্বোক্ত দ্বিতীয় কারণ তাহাকে না জানাইয়। মনোমধ্যে গোপন করিয়া রাখিল । তাহাতে * ভয়শীলা কছিল, ভাল, আমি দেখিতেছি, তুমিও উন্মত্তার ন্যার ভ্রমণ করিতে ভাল বাস ; কিন্তু সময় থাকিতে সাবধান ও জ্ঞানবতী ছও । সঙ্কটের বাহিরে থাকিলে আমরা তাহা এড়াইতে পারি, কিন্তু সঙ্কটে প্রবিষ্ট হইলে তন্মধ্যে থাকিতে ছয় । এই কথা কহিয়৷ * ভয়শীল। গৃহে প্রত্যাগমন করিল, এবং * খ্ৰীষ্টীয়ানী যাত্রারম্ভ করিল। Y 2