পাতা:যাত্রিকের গতি.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、@ や প্রতিবাসিনীগণের কথাবাৰ্ত্তা । অপর * ভয়শীলা আপন গৃহে পহুছিবামাত্রে - পেচক্ৰাক্ষী ও * অবিবেচিকা, ও • লঘুচিত্তা ও * জ্ঞানহীন, এতস্নামে আপনার কতক গুলিন প্রতিবাসিনীকে ডাকিয়া পাঠাইল । পরে তাহারা তাহার বাটীতে উপস্থিত হইবামাত্রে সে তাহাদের সাক্ষাতে - খ্ৰীষ্টীয়ানীর ও তাহার সঙ্কল্পিত যাত্রার বৃত্তান্ত বিবরণ করিতে আরম্ভ করিল। হে প্রতিবাসিনীগণ, অদ্য প্রাতঃকালে গৃহের অধিক কৰ্ম্ম না থাকাতে আমি • খ্ৰীষ্টীয়ানীকে দেখিতে গিয়াছিলাম, এবং তাহার দ্বারে উপস্থিত হইয়া আমাদের ব্যবহারানুসারে আঘাত করিলাম ; তাছাতে সে উত্তর করিয়া কহিল, যদি তুমি ঈশ্বরের নামে আসিয়া থাক, তবে ভিতরে আইস । তাছাতে আমি সকলই মঙ্গল ভাৰিয়া গৃহে প্রবেশ করিলাম, কিন্তু গিয়া দেখিলাম, সে এবং তাছার সন্তানের নগর পরিত্যাগ করিয়া যাইতে আয়োজন করিতেছে। তাহাতে আমি জিজ্ঞাসা করিলাম, তোমার এ সকল আয়োজনের অভিপ্রায় কি ? সে অতি সংক্ষেপে আমাকে কহিল, যে আমার স্বামী যেমন : যাত্রা করিয়াছিলেন, তদ্রুপ যাত্রা করিতে আমিও স্থির করিয়াছি । এবং সে যে এক স্বপ্ন দেখিয়াছিল, আর তাহার স্বামির বাসস্থলের রাজা সে দেশে যাওনার্থে তাহার নিকটে যে এক নিমন্ত্রণপত্র পাঠাইয়াছিল, তাহাও অামাকে জ্ঞাত করিল । - এই সকল কথা শুনিয়া * জ্ঞানহীনা জিজ্ঞাসা করিল, এ কি ! সে কি যাইবে ? তোমার কেমন বোধ হয় ? * ভয়শীলা কৃছিল, হুঁ, যাহা হইবার হউক। সে অবশ্যই যাইবে, ইহা অামি বিলক্ষণ রূপে জ্ঞাত অাছি, কেননা গৃহে অবস্থিতি করিতে প্রবৃত্তি দিবার নিমিত্তে আমি য়ে বিশেষ কারণ দর্শাইলাম, অর্থাৎ পথে তাহার যে