পাতা:যাত্রিকের গতি.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিবাসিনীগঞ্জের কথাবাৰ্ত্ত । & & 4 সকল ক্লেশ ও বিপত্তি ঘটিবে, তদ্বিষয়ে যে সকল বাক্য কহিলাম, সে সকলেতে তাহার আশাভঙ্গ হওয়া দূরে থাকুক, বরং গমনোযোগেরই বৃদ্ধি হইল। আর সে আমাকে স্পষ্ট কহিল, যে মিষ্টের অগ্রে তিক্ত বস্তু খাইতে হয়, তাহাতে সে মিষ্ট আরও অধিক মিষ্ট লাগিরে । তখন * পেচকাক্ষী কহিল, হায়,সে কেমন অন্ধা ও উন্মাদিনী ! তাহার স্বামির এতো যন্ত্রণাতেও তাহার চেতনা হইল না । ষে যাহা মনে করে করুক, কিন্তু অামার বোধ হয়, যদি তাহার স্বামী এ স্থলে পুনৰ্ব্বার উপস্থিত হইত, তবে অক্ষত শরীরে সন্তুষ্ট হইয়া ঘরে থাকিত, অনর্থক ক্লেশভোগের মধ্যে আর যাইত না । • অবিবেচিকাও কহিতে লাগিল, এ রূপ বায়ুগ্রস্ত স্বপ্নদর্শিদিগকে নগরহইতে দূর করা ভাল । আমার ৰোধ হয়, এমত লোক গেলে আপদ যায় । ঐ স্ত্রী যেখানে আছে, সেখানে থাকিলে যদি তাহার এই রূপ মন থাকে, তবে তাহার নিকটে কে সুখে বাস করিতে পারিৰে ? যেহেতুক সে শোকে নীরব থাকিয়া কাহারও সহিত আলাপ করিবে না, কিম্বা জ্ঞানি লোকদের অসহ প্রসঙ্গ কহিবে । অতএব তাছার গমনে আমি ক্ষণকালও মনঃক্ষুণ্ণ হইৰ না। সে যাউক ; তাহার স্থানে কোন উত্তম লোক আইসুক। যাৰৎ এ সংসারে এমন উন্মত্ত লোক বাস করে, তাবৎ কখনও সুখ বোধ হয় না। - পরে • লঘুচিত্ত কহিল, ও সকল কথা যাইতে দেও। গত কল্য আমি • কামুকী ঠাকুরাণীর বাষ্ঠীতে গিয়াছিলাম ; সে স্থানে আমাদের বড় রঙ্গরস হুইল । সে স্বলে কে ২ ছিল জান ? না, আমি এবং * ইক্রিয়াসক্ত ও তাছার তিন চারি সখী, তদ্ভিন্ন * লম্পট মহাশয় ও * মলিনমক্তি এবং আর ২ কএক জন ছিলাম । তাহাতে অামা Y 3