পাতা:যাত্রিকের গতি.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ 6 y~ थुीझेोग्नानीह शांजाज़ ख् । দের বাদ্য বাদন নৃত্য প্রভৃতি অনেক প্রকার আমোদ হইয়াছিল। অতএব আমি জানিলাম যে ঐ গৃহকত্রী • কামুকী ঠাকুরাণী অতি সুশিক্ষিতা ও সৌজন্যশীলা, ং * লম্পট'মহাশয়ও তেমনই প্রশংসনীয় । ইতোমধ্যে - খ্ৰীষ্টীয়ানী স্বসন্তানগণ সমভিব্যাহারে যাত্রায় প্রবৃত্তা ছিল, এবং * করুণাও তাছার সহিত গমন করিতেছিল। গমন করত - খ্ৰীষ্টীয়ানী এই রূপ কথোপকথন আরম্ভ করিল, হে * করুণে, অামাকে কিঞ্চিৎ দূরে অগ্রসর করণার্থে তুমি যে স্বগৃহ ত্যাগ করিয়া আসিবা, এমত অাশা অামার ছিল না ; ইহাতে আমার প্রতি বড় অনুগ্রহ প্রকাশ হইল। তাহাতে ঐ অল্পবয়স্কল - করুণ কহিল, তোমাদের সহিত গমনে আমার বাঞ্ছিত ফল দর্শিবে, ইহার প্রমাণ পাইলে আমি ঐ নগরে কখনও ফিরিয়া যাইব না। ইহা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী কহিল, ভাল, “ করুণে, তবে তুমি আমার সহভাগিনী হও । এই যাত্রার শেষে কি ২ হইবে, তাহ৷ আমি বিলক্ষণ রূপে জ্ঞাত আছি। অামার স্বামী এই ক্ষণে যে স্থানে আছেন, সুমেরুর সমস্ত স্বর্ণ পাইলেও সে স্থান ত্যাগ করিতে চাহিবেন না। আর তুমি আমার নিমন্ত্রণে সে স্থানে গেলে বহিস্কৃত হইবা না । তথাকার যে রাজা আমাকে ও আমার সন্তানদিগকে আহ্বান করিয়াছেন, তিনি * করুণাকে ভাল বাসেন । নতুবা যদি তুমি ভাল বুঝ, তবে আমি বেতন দিয়া তোমাকে দাসীরূপে লইয়। যাই, তথাপি জামার তাবৰিষয়ে তোমার সমান অধিকার থাকিবে । যাহা হউক, কোন মতে আমার সঙ্গে যাইতে হইবে । তাহাতে * করুণ কহিল, আমি যে সে স্থানে অতিথিরূপ্লে গ্রাহা হইব, ইহা কি প্রকারে জানিব ? নিশ্চয়