পাতা:যাত্রিকের গতি.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদ্র দ্বারে প্রবেশ করণ। १. ७७ হইল । কেননা কুকুরের ভয়ে দ্বারে আঘাত করিতে তাহাদের সাহস কুলাইল না; এবং যদি ফিরিয়া যায়, তবে পাছে দ্বারপাল তাহাদিগকে দেখিয়া অসন্তুষ্ট হন, এই আশঙ্কা জন্মিল । অবশেষে অন্য উপায় না দেখিয়া তাহারা পুনর্বার আঘাত করিতে মনস্থ করিয়া পুৰ্ব্বাপেক্ষ অতিশয় ব্যগ্রতা পুৰ্ব্বক আঘাত করাতে দ্বারপাল জিজ্ঞাসিলেন, দ্বারে কে ? তাহাতে ঐ কুকুর নীরব হইল, এবং দ্বারী তাহাদিগকে দ্বার খুলিয়া দিলেন। পরে - খ্ৰীষ্টীয়ানী প্রণাম করিয়া কহিল, রাজদ্বারে আঘাত করণ প্রযুক্ত আমাদের প্রভু যেন আপন দাসীগণের প্রতি বিরক্ত না হন । তাহাতে দ্বারপাল কহিলেন, তোমরা কোথাহইতে আসিয়াছ ? এবং তোমাদের বাঞ্ছাই বা কি ? - খ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, যে স্থানহইতে যে অভিপ্রায়ে * খ্ৰীষ্টীয়ান পুৰ্ব্বে আসিয়াছিল, আমরাও সেই স্থানহইতে সেই অভিপ্রায়ে আসিয়াছি ; ফলতঃ অাপনকার যদি অনুগ্রহ হয়, তবে স্বৰ্গীয় রাজধানীতে গমন করিবার নিমিত্তে এই দ্বার দিয়া প্রবেশ করিতে আজ্ঞা করুন। আমি উর্দ্ধগত • খ্ৰীষ্টীয়ানের স্ত্রী - খ্ৰীষ্টীয়ানী। তাহাতে দ্বারপাল বিস্ময়াপন্ন হইয়া কছিলেন, কেমন ? যে ব্যক্তি অলপ দিন হইল যাত্রিধৰ্ম্ম তুচ্ছ করিয়াছিল, সে কি এখন যাত্রিকী হইয়াছে ? তাহাতে সে মস্তক নত করিয়া কহিল, হুঁ, প্রভু, তাহ৷ সত্য বটে। আর আমার এই প্রিয় শিশুরাও যাত্ৰী হইয়াছে । তখন ঐ দ্বারপাল - খ্ৰীষ্টীয়ানীর হস্ত ধরিয়া তাঙ্কাকে ভিতরে আনিয়া কহিলেন; শিশুদিগকে আমার নিকটে অাসিতে দেও । এই কথা বলিয়া তিনি দ্বার রুদ্ধ করিয়া ছাতের উপরে স্থিত তুীবাদককে ডাকিয় - খ্ৰীষ্টীয়ানীর সঙ্কুমার্থে হর্ষধ্বনিতে তুরীবাদ করিতে আজ্ঞা দিলেন।