পাতা:যাত্রিকের গতি.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、*创 স্বায় প্রবেশাখে করুপার বঙ্গ । তাহাতে সে তাহার আজ্ঞানুসারে বাদ্য করত সুশ্রাব্য ধ্বনিতে আকাশ পুর্ণ করিল। এতাবৎ কাল • করুণ দ্বারিকর্তৃক অগ্রাহ্য হইবার ভয়েতে কম্পমানা হইয়া ক্ৰন্দন করত বাহিরে দাড়াইয়াছিল। তাহাতে - খ্ৰীষ্টীয়ানী পূজদের সহিত দ্বারে প্রবিষ্ট হইলে পর আপন সঙ্গিনী * করুণার নিমিত্তে এতদ্রুপে নিবেদন করিতে লাগিল। হে প্রভো, অামি যে নিমিত্তে এ স্থানে অাসিয়াছি, সেই কারণে অাগতা আমার এক সহচরী বাহিরে দাড়াইয়া রহিয়াছে। অামি আমার স্বামির রাজা কর্তৃক আহুত হইয়াছি; কিন্তু সে অনাহুত আসিয়াছে, ইহা ভাবিয়া অতিশয় ক্ষুণ্ণমনা আছে। । ইত্যবসরে * করুণ অতি অধৈৰ্য্য হইয়া এক ২ পল সময়কে এক ২ দগু জ্ঞান করিতে লাগিল, এই জন্যে • খ্ৰীষ্টীয়ানীকে বিস্তারিত রূপে নিবেদন করিবার অবকাশ না দিয়া সে আপনি দ্বারেতে আঘাত করিতে লাগিল । সে এমত শব্দ পুৰ্ব্বক আঘাত করিল, যে “ শ্ৰীষ্টীয়ানী চমকিয়া উঠিল । তাছাতে দ্বারী জিজ্ঞাসিলেন, ও কে ? * খ্ৰীষ্টায়ানী কহিল, জামার সখী । তাহা শুনিয়া দ্বারপাল দ্বার খুলিয়া দেখিলেন, “ করুণা বাহিরে মুক্ষিত হইয়া পড়িয়া আছে; ফলতঃ তাহাকে দ্বার খুলিয়া দিবে না, এই শঙ্কায় সে মুচ্ছাপন্ন হইয়াছিল। তাহাতে দ্বারপাল তাহার হস্ত ধরিয়া কহিলেন, হে কুমারি, উঠিয় দাড়াও । ইহাতে সে সচেতন হইয়া কহিল, হে মহাশয়, আমি অতি দুৰ্ব্বল হইয়াছি; প্রায় অামাতে প্রাণ নাই । দ্বারপাল কছিলেন, শুন, পুৰ্ব্বকালে এক ব্যক্তি কহিয়াছিল, ৰখ, “ আমার অঙ্করস্থ প্রাইশর মুস্থিত হওন সময়ে আমি