পাতা:যাত্রিকের গতি.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৈরাশ্যপঙ্কের অপ্রতীকাম্যতা । O আর এই স্থান এ প্রকার কদৰ্য হইয়া থাকে এমন কিছু রাজার অভিলাষ নহে । বরঞ্চ রাজার আজ্ঞা পাইয়। তাহার মজুরের, ঐ অল্প স্থান কি জানি যদ্যপি ভাল হয়, এই আশয়ে ক্রমে ২ আজি আঠারো শত বৎসর পৰ্য্যন্ত কৰ্ম্ম করিতেছে । বিশেষতঃ তিনি আমাকে আরো একটি কথা কহিলেন, যে আমার জ্ঞানেতে ঐ স্থানে লক্ষ ২ গাড়ী মাৰ্টী ফেলিয়া দিয়াছে, ফলতঃ লক্ষ ২ হিতোপদেশাদি যে সকল রাজার অধিকারের সৰ্ব্বক্স হইতে সৰ্ব্বদা অানা গিয়াছিল, তাহাও এই স্থানে দেওয়া গিয়াছে ; এবং বিজ্ঞ ২ লোকেরা এ কথা কহেন, যে সকল দ্রব্যেতে সৰ্ব্বাপেক্ষা উত্তম মৃত্তিকা জন্মে, এমন অনেক ২ দ্রব্যও ফেলা গিয়াছে, তথাপি এই স্থান শুধরাণ না হইয়া আজি পৰ্য্যন্ত নৈরাশ্যপঙ্ক হইয়া আছে । আর ইহার পরে তাহার পূরণ করিবার জন্যে সাধ্য পৰ্য্যন্ত পরিশ্রম হইলেও এই স্থান সেই রূপ থাকিবে । আর ব্যবস্থাপকের আজ্ঞাতে এই মহাপঙ্কের মধ্য দিয়া পাদাপর্ণার্থক অনেক ২ প্রস্তর ফেলা গিয়াছে, তাহাও সত্য বটে ; কিন্তু যে সময়ে এই স্থানে সেই জঞ্জালাদি আসিয়া পড়ে, অর্থাৎ এক ঋতু গেলে অন্য ঋতুর আগমনে যখন পুৰ্ব্ববৎ হইয়া থাকে, তখন ঐ সকল প্রস্তর প্রায় দেখা যায় না। যদি কখন অণপ ২ দেখা যায়, তবে তাহার উপর দিয়া মনুষ্যের গমন করিতে মাথা ঘুরিয়া পড়িয়া পঙ্কেতে মগ্ন হয় ; কিন্তু এক বার ঐ দ্বারে প্রবিষ্ট হইলে উত্তম মৃত্তিক পাওয়া যায় । অপর আমি এই রূপ স্বপ্ন দেখিতে ২ দেখিলাম যেন ইতোমধ্যে সেই “ সুখনম্য গিয়া বাটীতে পৌছিল ; তাহাতে তাহার প্রতিবাসি লোকেরা তাহার নিকটে আসিয়া সে যে ফিরিয়া আসিয়াছে, এই জন্যে কেহ ২ তাহাকে বৃদ্ধি