পাতা:যাত্রিকের গতি.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণার প্রতি দ্বারির অনুগ্ৰছ । えや○* পরমেশ্বরকে স্মরণ করিলাম, এবং অামার প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হইল।” অতএব, হে কুমারি, শঙ্কা করিও না ; পায়ে নির্ভর দিয়া দণ্ডায়মান হও, এবং কি জন্যে আসিয়াছ তাহী অণ মাকে কহ । - তখন • করুণ কছিল, আমার এই সখী - খ্ৰীষ্টীয়ানী যে বিষয়ের নিমিত্তে আৰুত হইয়া আসিয়াছে, আমিও অনাহুত সেই বিয়ের নিমিত্তে আসিয়াছি। ইনি রাজ আহুত, এ কারণ সাহস করিতে আমার শঙ্ক হয়। অপর দ্বারপাল জিজ্ঞাসা করিলেন, “ শ্ৰীষ্টীয়ানী কি তোমাকে এ স্থানে তাহার সঙ্গে আসিতে কছিয়াছিল ?

  • করুণ কহিল, হুঁ, তাহাই বটে । এবং মহাশয় দেখিতেছেন, আমি জাসিয়াছি; অতএব আপনকার অনুগ্রহ ও ক্ষমাগুণ যদি কিঞ্চিৎ অবশিষ্ট থাকে, তবে বিনয় পুৰ্ব্বক প্রার্থনা করি, জাপনি এ দীন দুঃখিনী দাসীকে তাহার ভাগিনী করুন ।

তাহাতে দ্বারা পুনৰ্ব্বার তাহার হস্ত ধরিয়া তাহাকে ধীরে ২ ভিতরে লইয়া গিয়া কহিলেন, “ যত লোক অামাতে বিশ্বাস করে, সেই সকলের নিমিত্তে আমি প্রার্থনা করি ;” কৈ কোন উপায়দ্বার। অামার শরণাগত হইয়াছে, ইহ বলিয়। আপত্তি করি না। পরে তিনি নিকটবর্ভি . লোকদিগকে কহিলেন, * করুণার মুচ্ছ নিবারণার্থে ভ্ৰাণ লইতে কোন সুগন্ধি দ্রব্য অনিয়া দেও। তাহাতে তাহার এক আটি সুগন্ধি অগুরু,জানিয়া দিলে কতক ক্ষণ পরে তাহার উপশম হইল । - এতক্রপে * খ্ৰীষ্টীয়ানী ও তাহার বালকগণ এবং • করুণা" পথের মাথায় প্রভু কর্তৃক গৃহীত হইল, এবং তিনি তা 名