পাতা:যাত্রিকের গতি.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানীয় ও করুণার কথোপকথন &岛年 প্রতি তর্জন গর্জন করিতে লাগিল, তখন এমত ভাবিয়াছিলাম যে অামাদের তাবৎ পরিশ্রম বুঝি বিফল হইল । ,

  • করুণ কছিল, তুমি অনুগ্রহ পূৰ্ব্বক গৃহীত হইলে । অামি বাহুিরে রহিলাম, ইহা যখন দেখিলাম, তখন অামার অধিক ভয় হইল। বিশেষতঃ সে সময়ে অামি ভাবিলাম যে অামাতে ধৰ্ম্মগ্রন্থের এই বাক্য বুঝি সফল হইল, যথা, * দুই স্ত্রী র্যাত পিষিলে তাহাদের এক জনকে ধরা যাইবে, এবং অন্য জনকে ত্যাগ করা যাইবে ।’ আর অামার সৰ্ব্বনাশ হইল, ইহা বলিয়া চেচাইয়া উঠিতে প্রবৃত্ত হইয়া অনেক কষ্টে ক্ষান্ত হইয়াছিলাম। এবং দ্বারে আর আঘাত করিতে আমার সাহস হইল না ; কিন্তু দ্বারের উপরে যাহা লিখিত আছে, তাহার প্রতি উৰ্দ্ধ দৃষ্টি করাতে আমার আশ্বাস জন্মিল। শেষে পুনবৰ্বার আঘাত না করিলে আমাকে মরিতে হইবে, ইহা নিশ্চয় জানিয়া অামি আঘাত করিলাম। কিন্তু কি প্রকারে আঘাত করিলাম, তাহ,বলিতে পারি না, যেহেতু মরি কি বঁচি, সে সময়ে দিক বিদিক জ্ঞান ছিল না। ’
  • খ্ৰীষ্টীয়ানী কহিল, তুমি কেমন আঘাত করিয়াছিল, তাহা জান না! আমি জানি, তুমি এমত ব্যগ্রতা পুৰ্ব্বক আঘাত করিয়াছিল, যে তাহার শব্দে আমার প্রাণ চমকিয়া উঠিয়াছিল। তেমন আঘাত আমি যাবজ্জীবন শুনি নাই। তুমি যেন বলদ্বারা প্রবেশ করিব, অথবা চড়াউ করিয়া রাজ্য হস্তগত করিব, এমত অামার বোধ হইয়াছিল ।

ইহাতে • করুণ উত্তর করিল, হায়! আমার ন্যায় দুৰ্দ্দশাগ্রস্ত হইলে কে না তেমনই করে ? তুমি দেখিয়াছিল যে আমার সম্মুখে দ্বার রুদ্ধ ছিল, এবং নিকটবর্ভি কোন স্থানে অতি জ্বর এক কুকুরও ছিল । অতএব আ মার মত ভয়াত্রান্ত হইলে কোন ব্যক্তি তাবৎ শক্তিতে z 2