পাতা:যাত্রিকের গতি.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'९१९ শজুদিগের দৌরাত্ম্য । g অতিশয় জুদ্ধ হইয় তাহাদিগকে লাথি দেখাইতে লাগিল, এবং * করুণাও সাধ্যমত তাহাদিগকে তাড়াইতে চেষ্টা করিল। পরে “ শ্রীষ্টীয়ানী তাহাদিগকে পুনৰ্ব্বার কহিল, দূর হও, চলিয়। ৰাও, আমরা যাত্রিকী, আমাদের কাছে টাকা কড়ি নাই, এবং পরের দয়াতে আমাদের প্রতিপালন হয় । - তখন তাছাদের এক জন উত্তর করিল, আমরা ধনের নিমিত্তে তোমাদের উপর আক্রমণ করিতে আইসি নাই, কিন্তু ইহা কজিতে অলসিয়াছি, তোমরা আমাদের প্রার্থনীয় এক সীমান্য বিষয়ে যদি সম্মত হও, তবে সদাকাল রাণী হইবা । এই বাক্যেতে - খ্ৰীষ্টীয়ানী তাহীদের অভিপ্রায় বুঝিয়। পুনৰ্ব্বার উত্তর করিল, আমরা তোমাদের বাক্যে কর্ণও দিব না ; আর তোমরা যাহা কামনা কর, তাছাতেও কোন মতে সম্মত ছইব না । আমরা স্বরান্বিত, বিলম্ব করিতে পারি না ; আমরা প্রাণরক্ষার্থে প্রাণপণ করিয়া গমন করিতেছি। ইহা 'কহিয়৷ * খ্ৰীষ্টীয়ানী ও তাহার সঙ্গিনী ঐ ব্যক্তিদিগকে ছাড়িয়া যাইতে পুনৰ্বার চেষ্টা করিল, কিন্তু ঐ দুই কদাকার ব্যক্তি তাহাদিগকে বাধা দিয়া ক হল, তোমাদের প্রাণের হিংসা আমরা চেষ্টা করি না, অমর। অন্য প্রার্থনা করি। তাহাতে - শ্ৰীষ্টীয়ানী কহিল, কঁ, জাঙ্গি তাছা বুঝিলাম ; আমাদের শরীর ও মন উভয় নষ্ট করিবার জন্যে তোমরা আসিয়াছ। কিন্তু বাছাতে প্লামাদের ভাবি মঙ্গল হরাইতে পারি, এমত পাশে বন্ধ হওনাপেক্ষ বরং এই স্থানে প্রাণত্যাগ ভাল। এই কথা কছিয়া তাহার। উভয়ে ডাকাইত ২ বলিয়। চীৎকার *कचाब्रा छौण्णाटरूद्र मडुमब्रचक <ब शयन्हा, ऊांशद्र चाশ্ৰেয় লইল । তথাপি তাহাদিগকে পরাস্ত করুণাশয়ে ঐ