পাতা:যাত্রিকের গতি.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 সা-সারিকবুদ্ধি। মান বলিল ; এবং কেহ ২ কহিল, যে না, এ যখন সেই ক্ষপ * খ্ৰীষ্টীয়ানের সহিত প্রাণপণে গিয়াছিল, তখন ইহাকেও ক্ষিপ্ত বোধ হয় ; এবং অন্য কেহ ২ তাহাকে ভীরু বলিয়া যথেষ্ট তিরস্কার করিয়া কছিল, তুমি অগ্রে প্রাণপণ করিয়া গিয়া শেষে অম্প দুঃখ দেখিয়া ফিরিয়া আসিয়াছ ; কিন্তু আমি যদি এক বার তোমার মত প্রাণপণ করিয়া যাইতাম, তবে কখন অলপ দুঃখেতে ফিরিয়া আসিতাম না। এ রূপ কথা শুনিয়া " সুখনম্য লজ্জাতে তাহাদের নিকটে মাথা হেঁট করিয়া রহিল। পরে সে স্বচ্ছন্দ হইলে পর তাহারা ত{হণকে ত্যাগ করিয়া অসাক্ষাতে খ্ৰীষ্টীয়ানকে তিরস্কার করিতে লাগিল । ইতি • সুখনম্য বিষয়ক বিবরণ সমাপ্ত । ৩ অধ্যায় । & অপর এই রূপে * খ্ৰীষ্টীয়ান ঐ ভেবাস্তর মাঠের মধ্যে একাকী গমন করিতে ই অকস্মাৎ দেখিল, ষে দূরে এক জন মনুষ্য ঐ মাঠের মধ্য দিয়া তাঙ্গার দিগে অাসিতেছে । পরে অণপ ক্ষণের মধ্যেই সে ক্রমে ২ তাহার নিকটে পৌছিয়া ঐ * খ্ৰীষ্টীয়ানের সঙ্গিত মিলিল । সে ব্যক্তির নাম * সাংসারিকবুদ্ধি, সে * শারীরিকাচার নামক গ্রামে বসতি করে। ঐ মহৎ গ্রাম * খ্ৰীষ্টীয়ানের জন্মস্থানহইতে অতি নিকট ; একারণ ধ্বংস্যনগরহইতে * খুাষ্টীয়ানের বাহির হইয়া যাওনের গম্প কেবল ঐ গ্রামে রটিয়াছিল এমন নয়, অন্যান্য গ্রামেও ঐ কথা রর্টিয়াছিল । অতএব * খ্ৰীষ্টীয়ানের বিষয়ে কিছু স্মরণ করাতে ঐ * সাংসারিকবুদ্ধি মহাশয় - খ্ৰীষ্টীয়ানের অত্যন্ত