পাতা:যাত্রিকের গতি.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ १ 8 . উদ্ধারকের সহিত কথোপকথন । অবশ্য এক জন পথদর্শক দিতেন, তাহাতে তোমরা এই সকল ক্লেশ ও বিপদ এড়াইত। তাহাতে - খ্ৰীষ্টীয়ানী কহিল, হায়! আমরা বর্তমান সুখে এমত নিমগ্ন ছিলাম, যে ভাবি আপদের সম্ভাবনা আমাদের মনেও পড়িল না। আর রাজবাটীর নিকটে এমন দুষ্ট লোকের লুকাইয়া থাকে, ইহা কে জানিতে পারে? আমরা প্রভুর স্থানে এক জন পথপ্রদর্শকের নিমিত্তে প্রার্থনা করিলে *আমাদের মঙ্গল হইত ; আর ইহা জানিয়াও তিনি যে অামাদের সহিত এক জনকে পাঠান নাই, ইহাতে আমার আশচর্য্য বোধ হয় । তাছাতে ঐ * উদ্ধারক কহিল, অপ্রার্থিত বিষয় প্রদান করা সৰ্ব্বদা আবশ্যক নয় ; তাহ দিলে পাছে সে বিষয়ের গৌরব লাঘব হয় । কিন্তু যে বিষয়ের অভাবে যাহার ক্লেশ জন্মে, সে বিষয় তাহার নিকটে প্রকৃত বহুমুল্য হয় ; এবং তাহা পাইলে পরে সে ষত্বপুৰ্ব্বক তাহ ব্যবহার করে। আমার প্রভু যদি তোমাদিগকে এক জন পথপ্রদর্শক দিতেন, তবে তাহার কারণ প্রার্থনা না করিয়া ষে অবহেলা করিয়াছ, সেই অবহেলা প্রযুক্ত এই ক্ষণে যেরূপ বিলাপ করিতেছ, তক্রপ করিতা নী। এই রূপে সকল ঘটনা মিলিয়া তোমাদের মঙ্গল জন্মায়, বিশেষতঃ তোমাদের সাবধানতার বৃদ্ধি করে। তাহাতে • খ্ৰীষ্টীয়ানী জিজ্ঞাসিল, আমরা কি প্রভূর স্থানে কিরিয়া যাইয়া আত্মদোষ স্বীকার গুকি এক জন পথপ্রদর্শক যাজ্ঞা করিব ? : * ! ! * *উদ্ধারক কহিল, তোমাদের দোষ স্বীকারের কথা আমি তাহাকে জানাইৰ ; তোমাদের কিরিয়া ৰাইবার কোন প্রয়োজন নাই। তোমাদের গন্তব্য তাবৎ স্থানে তোমাদের কিছুরই অভাব হইবে না, যেহেতুক বাত্রিদের নিমিত্তে পথের পার্শ্বে জামার প্রভু যে সকল বাসাৰাটী স্থা