পাতা:যাত্রিকের গতি.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানীর ও করুণার খেদোক্তি । ॐ १ 6 পন করিয়াছেন, সে সকল স্থানেতে অতিথিদিগের সকল আপদ নিবারণার্থে প্রয়োজনীয় প্রচুর বিষয় প্রস্তুত আছে। কিন্তু তাহাদের নিমিত্তে তিনি যেন সেই সকল অনুগ্রহ করেন, এই জন্যে তাহার কাছে তাহাদের প্রার্থনা করিতে হয় । যাহা প্রার্থনার যোগ্য নয়, তাহা কিসের যোগ্য ? এই কথা কহিয়া তিনি স্বস্থানে ফিরিয়া গেলেন, এবং যাত্রিরাও আপন পথে গমন করিল। অপর * করুণা কহিল, এ কেমন অনপেক্ষিত দুর্ঘটনা! মামি ভাবিয়াছিলাম যে আমরা সকল অাপদহইতে উত্তীর্ণ হইয়াছি, এবং আমাদের আর কোন দুঃখ হইবে না। তাহাতে - খ্ৰীষ্টীয়ানী • করুণাকে কহিল, হে আমার ভগিনি, এই আপদ বিষয়ে আমি তোমার দোষ দিতে পারি না, কেনন। তাহা তোমার অনপেক্ষিত বটে ; কিন্তু এ বিষয়ে আমার ভারি দোষ স্বীকার করিতে হয়, কেননা গৃহহইতে নির্গমনের পুৰ্ব্বে এই আপদ দেখিলেও আমি তাহা নিবারণের উপায় চেষ্টা করি নাই, ইহাতে আমার বড় অপরাধ হইয়াছে। " -

  • করুণা জিজ্ঞাসা করিল, তুমি বাৰ্টীহইতে আগমন করিবার পুৰ্ব্বে ইহা কি প্রকারে জানিয়াছিল? তাহ আমাকে বুঝাইয়া দেও। - y
  • খ্ৰীষ্টীয়ানী কহিল, তবে কহি, শুন । রাষ্ট্ৰীহইতে যাত্রা করিবার পুৰ্ব্বে এক রাত্রি আমি শয্যায় নিদ্রাগত। ছিলাম, এমন সময়ে এতদ্বিষয়ক এক স্বপ্ন দেখিলাম, সে কি ? না যেন অবিকল এই দুই ব্যক্তি আমার শষ্য। সমীপে দণ্ডায়মান হইয়া আমার পরিত্রাণের বাধা জন্মাইতে মন্ত্ৰণ করি তেছে । তাহাঙ্গা পরস্পর কি কহিল, তাছাও তোমাকে কহিতে পারি। সে সময়ে অামাকে মনোদুঃখে মগ্ন দেখিয়৷ তাহার কছিল,এই স্ত্রীলোকের প্রতি কি করিৰ ? যেহেতুক