পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থকারকের গৃহে উপস্থিত হওন । জাগ্রৎ বা নিদ্রা সময়ে সৰ্ব্বদা ক্ষমা পাইবার আকাঙ্ক্ষাতে এ প্রার্থনা করিতেছে; ইহাকে যদি নিবৃত্ত করা না যায়, তবে ইহার স্বামিকে যেমন হারাইয়াছি, তেমনই ইহাকেও হারাইব । অতএব সেই সপ্নদর্শনে যদি আমি সতর্ক হইয়। সময় থাকিতে রক্ষা পাইবার উপায় চেষ্টা করিতাম, তবে বড় ভাল হইত। - তাহাতে *করুণা কহিল, এই লুটিতে আমরা যেমন অপন ২ দোষ দর্শনের সুযোগ পাইয়াছি, তদ্রুপ আমাদের প্রভুও তাহ। আপন কৃপার বাহুল্য প্রকাশ করণের সুযোগ জ্ঞান করিয়াছেন ; কেননা দেখ, আমরা প্রার্থনা না করিলেও তিনি অনুগ্রহ পূর্বক আমাদের পশ্চাদ্বতী হইয়া আপন সদিচ্ছাক্রমে পরাক্রান্তদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন । এই রূপ কথোপকথনে আর কিঞ্চিৎ কাল গত হইলে পর তাহারা যাত্রিদের উপকারার্থে পথের পার্শ্বে নিৰ্ম্মিত এক গৃহের নিকটবর্তী হইতে লাগিল; সে গৃহ “ অর্থকারকের গৃহ । তাহ যাত্রিকের গতির প্রথম ভাগে বিস্তারিত রূপে বর্ণিত আছে। অপর তাহারা ঐ গৃহের জারের নিকটে উপস্থিত হইলে গৃহমধ্যে লোকদের কথোপকথন শুনিতে পাইল, তাহাতে তাহারা কর্ণ পাতিয়া যেন “ শ্ৰীষ্টীয়ানীর নামোল্লেখ হইতেছে, এমত শ্রবণ করিল,.তাহার কারণ এই যে * খ্ৰীষ্টীয়ানী ও তাহার সন্তানদের যাত্রা ৰিষয়ক জনরব তাহাদের অগ্ৰে তথায় উপস্থিত হওয়াতে ঐ গৃহস্থের তাহ শুনিয়া, • গ্ৰীষ্টীয়ানের যে ভাৰ্য্য, ভু ৰাত্রা করিতে কোন মতে সৰ্ম্মত ছিল না, সে এই, ইহা জানিতে পাইয়। পরম জাৰাদিত হইয়াছিল। অতএব • গ্ৰীষ্টীয়ানী তখন তাহীদের অজ্ঞাতসারে দ্বারে দাড়াইয়া অভ্যন্তরবর্তি