পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থকারকের গৃহে উপস্থিত হওন। & ዓ ጫ লোকদের প্রমুখাৎ আপনার প্রশংসা শুনিতে পাইয়। চমৎকৃত হইয়া সঙ্গিদের সহিত কিঞ্চিৎ কাল স্থির হইয়া রছিল। পরে - খ্ৰীষ্টীয়ানী পুৰ্ব্ববৎ এ দ্বারেতেও আঘাত করিল। তাহাতে তৎক্ষণাৎ * শুদ্ধমতি নামী এক যুবতী আসিয়া দ্বার মোচন করিয়া দেখিল, ছুইটী স্ত্রীলোক দাড়াইয়া আছে। পরে ঐ কন্যা তাহাদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা কাহার সহিত সাক্ষাৎ করিতে চাহ ?

  • খ্ৰীষ্টীয়ানী কহিল, এ বাৰ্টী যাত্রিদের নিমিত্তে প্রস্তুত হইয়াছে, এমন শুনিয়াছি । আমরা যাত্রিকী; অতএব এখানে যেন আতিথ্য পাই, এই আমাদের প্রার্থনা । আর তুমি দেখিতেছ, দিবা অবসান হইয়াছে, এ কারণ অদ্য অার অগ্রে গমন করিতে চাহি না । -

তাহাতে ঐ কন্যা কহিল, আপনকার নাম কি? অনুগ্রহ করিয়া বলুন। আমি ভিতরে যাইয়া আমার প্রভুকে জ্ঞাত করি । সে কহিল, আমার নাম : গ্ৰীষ্টীয়ানী; কতক বৎসর হইল এই পথ দিয়া - খ্ৰীষ্টীয়ান নামে ষে যাত্রী গিয়াছিলেন, আমি তাহার স্ত্রী ; এবং এই চারিটী তাহারই সন্তান । আর আমার সঙ্গিনী এই যুবতীও যাত্রিকী । এই কথা শুনিবামাত্র ঐ * শুদ্ধমতি নামী কন্য ঝটিতি গৃহমধ্যে প্রবেশ করিয়া তত্রস্থ লোকদিগকে কহিল, দ্বারেতে কে আছে তোমরা জান ? * খ্ৰীষ্টীয়ানী ও তাহার সন্তানেরা এবং তাহার এক সঙ্গিনী, এই সকলে অতিথি হইবার নিমিত্তে দাড়াইয়া আছে । এই কথা শুনিয়া তাহারা আনন্দ্বেতে নৃত্য করত গমন করিয়া আপনাদের কৰ্ত্তাকে জামাইল । তাছাতে তিনি দ্বারে আসিয়া - খ্ৰীষ্টীয়ানীর প্রতি দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, ঐ ভদ্র - খ্ৰীষ্টীয়ান যাত্রী হইবার সময়ে 2 в