পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 今bア " অর্থকারকের সহিত আলাপ । যাহাকে পশ্চাৎ রাখিয়া গিয়াছিল, তুমি কি সেই °र्थीर्थेोग्रानौ ? . . * ' - * গ্ৰীষ্টীয়াৰী কহিল, কঁ, মহাশয়। ষে স্ত্রী অাপন স্বামির দুঃখ হেয় জ্ঞান করিয়া একাকী পথগমনে তাহাকে পরিত্যাগ করিয়াছিল, সেই নিষ্ঠুরান্তঃকরণ স্ত্রী আমি ; আর এই চারিটা খ্ৰীষ্টীয়ানের সন্তান । কিন্তু এখন আমিও আসিয়াছি, কেননা আমি নিশ্চয় জ্ঞাত হইয়াছি, এ পথ ভিন্ন আর সত্য পথ নাই । t পরে “ অর্থকারক কছিলেন, “ এক জন আপন পুত্রকে কহিয়াছিল, তুমি অন্ধ্য আমার দ্রাক্ষাক্ষেত্রে কৰ্ম্ম করিতে যাও ; তাহাতে সে কহিল, যাইব না; তথাপি শেষে অনুতাপ করিয়া গমন করিল,” এই , যে বাক্য ধৰ্ম্মগ্রন্থে লিখিত আছে, তাহা এই ক্ষণে সফল হইল । তাহাতে * খ্ৰীষ্টীয়ানী কহিল, তাহাই হউক। ঈশ্বর সেই বাক্য আমার বিষয়েও সত্য করিয়া শেষে আপনার কাছে আমাকে কলঙ্ক ও দোষরহিত করিয়া শাস্তিতে প্রত্যক্ষ হইতে দিউন। পরে “ অর্থকারক কহিলেন, তুমি এত ক্ষণ স্বারে দাড়াইয়। আছ কেন ? হে ইব্রাহীমের কন্যে, ভিতরে অাইস, আমরা এই মাত্র তোমার বিষয়ে কথোপকথন করিতেছিলাম, যেহেতুক তোমার ষাত্ৰিকী হইবার সম্বাদ আমাদের নিকটে পুৰ্ব্বে উপস্থিত হইয়াছে । ছে বালকেরা, ভিতরে আইন্স ; হে যুবতি, ভিতরে আইস । এই রূপে তিনি সকলকে গৃহমধ্যে লইয়া গেলেন । তাহার ভিতরে প্রবিষ্ট হইলে গৃহপতি তাহাদিগকে বিশ্রাম করিতে অনুমতি করিলেন। পরে ষাত্রিদের সেবাতে নিযুক্ত কএকজন তাহাদিগকে দেখিবার নিমিত্তে নিকটে গুঞ্জ, শ্ৰীষ্টীয়ানী যে যাত্ৰিকী হইয়াছে, এ নিমিত্তে খাদে প্রযুক্ত একাদিক্ৰমে সকলেই প্রফুল্লবদন হইল।