পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জঞ্জালস^গুহিক । & ዓ> এবং বালকদের প্রতি দৃষ্টিপাত করিয়া স্নেহভাবে তাহাদের মুখে হাত বুলাইতে লাগিল, এবং * করুণার প্রতিও সেই রূপ স্নেহ প্রকাশ করিয়া সকলকে কহিল, আমাদের প্রভুর গৃহে তোমাদের আগমন আমাদের সৌভাগ্য। অপর রাত্রির ভোজ প্রস্তুত হইবার কিঞ্চিৎ বিলম্ব থাকিতে ঐ * অর্থকারক তাহাদিগকে অর্থসূচক গৃহ সকলেতে লইয়া গিয়া - খ্ৰীষ্টীয়ানীর স্বামিকে যাহ। ২ দেখাইয়াছিলেন, তাহা তাহাদিগকেও দেখাইলেন । ফলতঃ সেই পিঞ্জরবন্ধ মনুষ্য, এবং সেই স্বপ্নদর্শক ব্যক্তি, এবং খড়নদ্বারা শত্রুমধ্য দিয়া পথ মুক্তকারি সেই যোদ্ধা, আর সৰ্ব্বপ্রধান যোদ্ধার চিত্রিত মুর্তি ইত্যাদি যত ধৰ্ম্মজ্ঞানবৰ্দ্ধক বিষয় - খ্ৰীষ্টীয়ান দেখিয়াছিল, তাহারাও সে সমস্ত क्रग्र्यन कष्ट्रिव्ण । 4. অনন্তর - খ্ৰীষ্টীয়ানী ও তাহার সঙ্গিগণ ঐ সকল বিষয় দেখিয়া কিঞ্চিৎ বিবেচনা করিলে পরে ঐ * অর্থকারক তাহাদিগকে তথাহইতে আর এক ঘরে লইয়া গেলে তাহারা দেখিল, ষে অনবরত অধোদৃষ্টি এক ব্যক্তি জঙ্গলসংগ্রাহক অস্ত্র ছন্তে করিয়া তথায় দাড়াইয়া আছে । তাহার নিকটে দণ্ডায়মান অন্য এক ব্যক্তি তাহার মস্তকের উৰ্দ্ধে স্বগীয় মুকুট ধরিয়া ঐ জঙ্গলসংগ্রাহক আঁচড়ার বিনিময়ে ঐ মুকুট তাহাকে দিতে ইচ্ছুক আছেন, কিন্তু সে মানুষ এক বারও মনোযোগ কিৰ উৰ্দ্ধ দৃষ্টি না করিয়া কেবল ভূমিতে পতিত তৃণ কুচ ধুলী প্রভৃতি অবকর সংগ্রহ করিতে ব্যস্ত রছিল । তাহা দেখিয়া * औऔग्रानैौ কহিল, আপমি বোধ করি, ইহার তাৎপৰ্য্য কিছু বুঝিয়াছি। ইহা সাংসারিক লোকের দৃষ্টান্ত । মহাশয় কি বলেন ? - 2 в 2