পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、bro মাকড়সা ।

  • অৰ্থকারক কহিলেন, সত্য বুঝিয়াছ ; এবং তাহার জঙ্কালসংগ্রাহক অস্ত্র তাহার সাংসারিক মনের দৃষ্টান্ত জানিব। আর তাহার উদ্ধে স্বৰ্গীয় মুকুটধারি যে ব্যক্তি তাহাকে আহ্বান করেন, তাহার বাক্য শ্রবণাপেক্ষ বরং ভূমিস্থিত ধুলি কুচ তৃণাদি সংগ্রহ করণে তাহার মনোযোগ অাছে, ইহাতে এই বুঝায়, যে কোন ২ লোক স্বর্গের কথা গণপমাত্র জ্ঞান করিয়া ঐহিক বিষয়কেই সার জ্ঞান করে । আর তুমি দেখিলা, সে মনুষ্য যে অধোদিক ব্যতিরেকে অন্য কোন দিকে দৃষ্টি করিতে অপারক, তাহার অর্থ এই যে সাংসারিক বিষয়ে মনুষ্যের মন দৃঢ়রূপে আকৃষ্ট হইলে তাহার অন্তঃকরণ ঈশ্বরহইতে একেবারে দরীভত হয় ।

é o é, তাহাতে - খ্ৰীষ্টীয়ানী কহিল, এমত জঙ্গল সংগ্ৰহ করণহইতে ঈশ্বর আমাকে রক্ষা করুন।

  • অর্থকরিক কহিলেন, এই প্রার্থনীরত্ব বহুকালাবধি এক কোণে পড়িয়া থাকাতে ইহাতে মল ধরিয়াছে। আমাকে ধনাঢ্যতা দিও না, এ প্রার্থন দশ সহস্ৰ লোকের মধ্যে প্রায় এক জনেরও নাই । এই বর্তমান কালের লোকের প্রায় সকলে কুচা তৃণ ধুলী ইত্যাদিকে মহদ্বিষয় জ্ঞান করিয়া তাহারই অনুসন্ধান করে।

ইহা শুনিয়া - খ্ৰীষ্টীয়ানী ও "করুণ অশ্রুপাত পুৰ্ব্বক কহিল, হায় ! এ কথা অতি যথার্থ । অপর ঐ * অর্থকারক ঐ সকল বিষয় দেখাইয়া বাটীর সর্বোত্তম কুঠুরীতে তাহাদিগকে লইয়া গিয়া কহিলেন, চতুৰ্দ্ধিক্ষে দৃষ্টি করিয়া দেখ, ইহাতে ফলজনক কোন দ্রব্য দেখিষ্ঠে পাও কি না? তখন তাহারা বারৰার চতুৰ্দ্দিকে দৃষ্টি করিয়া কিছুই দেখিতে পাইল না; কেননা সেই কুঠরীতে আর কিছু ছিল না, কেবল একটা বড় মাকড়সা দেওয়ালে ছিল ; তাহারা তাহার উপেক্ষা করিয়াছিল ।