পাতা:যাত্রিকের গতি.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象的-哀 . কুক্কুটী ও ভাস্কার ছানা। ইহা অামি মনে করি নাই। সে স্বহস্তে ভিত্তি ধরিয়া গৃহের সৰ্ব্বোত্তম কুঠরীতে বাস করে ; ঈশ্বর কোন বস্তুই নিরর্থক নিৰ্ম্মাণ করেন নাই। তখন তাছারা সকলে আছাদিত হইলেও তাহাদের চক্ষু অশ্রুপুর্ণ হইল, এবং তাহারা পরস্পর মুখাবলোকন করত * অর্থকারকের সমীপে মস্তক নত করিল। ১মনস্তর তিনি তাহাদিগকে অন্য এক স্থানে লইয়া গিয়া এক কুয়ুটী ও তাহার ছান সকল দেখাইয়া কছিলেন, ইহারা কি ২ করে, তাহাতে কিঞ্চিৎ কাল মনোযোগ কর । তাহাতে একটী ছান। পাত্রে জল পান করিতে গিয়া এক এক টোকে আকাশের দিগে মস্তক তুলিয়া দৃষ্টি করিতে আরম্ভ করিলে তিনি কছিলেন, দেখ, এই ছানাটি কি করে ? তোমাদের তাবৎ মঙ্গল স্বৰ্গহইতে আইসে, এবং উৰ্দ্ধ দৃষ্টি করিয়া ধন্যবাদ পুৰ্ব্বক তাহ গ্রহণ করিতে হয়, ইহা তাহার নিকটে শিক্ষা কর। পরে তিনি-কছিলেন, পুনশ্চ মনোযোগ করিয়া দেখ। তাহাতে তাহার। দেখিল, ঐ কুয়ুটা আপন ছানাদের প্রতি চতুৰ্ব্বিধ শব্দ করে। প্রথম, সমস্ত দিন ডাকিতে তাহার এক সাধারণ ডাক অাছে। দ্বিতীয়, তাহার এক বিশেষ ডাক আছে; তাহ সে কখন ২ ব্যক্ত করে। তৃতীয়, শাবক আচ্ছাদন সময়ে তাহার এক স্নেহস্থচক ডাক আছে। চতুৰ্থ, ভয়স্থচক এক চীৎকার ডাকও তাহার অাছে। তখন তিনি কহিলেন, এই কুক্কুটীকে তোমাদের রাজাস্বরূপ, এবং এই ছানাদিগকে তাহার আজ্ঞাবহ প্রজাস্বরূপ জানিব। যেহেতুক ঐ কুৰূর্টীর ন্যায় তাহার প্রজাদের প্রতি ব্যৰহাৰ্য্য তাহারওঁ চতুৰ্ব্বিধ আচরণ অাছে। ফলতঃ চাহার সাধারণ ডাকদ্বারা তিনি কিছুই দেন না ; ক্ষস্থার বিশেষ ডাকদ্বারা জানা যায়, য়ে তাহার দাতব্য