পাতা:যাত্রিকের গতি.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৎসারিকবুদ্ধি । * (f পরিশ্রম পুৰ্ব্বক গমন ও ক্ৰন্দন ইত্যাদি দেখিয়া তাহার সহিত কথোপকথন করিতে আরম্ভ করিল। তাহাতে প্রথমে * সাংসারিকবুদ্ধি জিজ্ঞাসা করিল, হে ভাই, এ প্রকার ভারগ্রস্ত হইয়া তুমি কোথায় যাইতেছ ? তখন - খ্ৰীষ্টীয়ান উত্তর করিয়া কহিল, হে মহাশয়, আমি অতি দীনহীন দুরাচার ; আমার মত ভারগ্রস্ত কেছ কখন হয় নাই । কিন্তু আমি শুনিয়াছি যে আমার অগ্রস্থিত ঐ ক্ষুদ্র দ্বার পর্যন্ত গেলে আমি এই ভারি বোঝাহইতে মুক্ত হইব ; এ কারণ সেই স্থানে যাইতেছি।

  • সাংসারিকবুদ্ধি জিজ্ঞাসা করিল, তোমার স্ত্রীপুজাদি আছে কি না ?

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, সে সকল আছে বটে, কিন্তু এই ভারি বোঝা প্রযুক্ত তাহাদের সহিত পুর্বের ন্যায় আমোদ প্রমোদ আমার ভাল লাগে না, বরং নিরানন্দ বোধ হয়ু ।

  • সাংসারিকবুদ্ধি জিজ্ঞাসিল, আমি যদি তোমাকে কোন পরামর্শ দি, তবে তাহা তুমি শুনিবা কি না?
  • খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, যদি সৎপরামর্শ হয়, তবে অবশ্য শুনিব, কেননা আমার উত্তম পরামর্শেতে প্রয়োজন আছে ।
  • সাংসারিকবুদ্ধি কহিল, তবে অামি তোমাকে এই এক সৎপরামর্শ দি, তুমি কোন প্রকারে অতি শীঘ্র এই বোবাহইতে মুক্ত হওঁ ; কেননা যে পৰ্য্যন্ত ঐ ভারহইতে যুক্ত না হইবা, তাবৎ কোন মতে তোমার মন স্থির হইবে না ; বিশেষতঃ পরমেশ্বর তোমাকে যে ২ উত্তম ২ বিষয় দিয়াছেন, তদুৎপন্ন সুখও সে পৰ্য্যন্ত ভোগ করিতে পারিবা না । e

তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, হে মহাশয়, আমিও " ? C- Z