পাতা:যাত্রিকের গতি.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেষ ও উদ্যান । १.$~७ কিছু আছে; আর তাহার শরণাগত লোকদের নিমিত্তে তাহার ক্ষেহস্থচক এক ডাক আছে; এবং শত্রু উপস্থিত দেখিলে তাহার লোকদের চেতনাজনক তাহার এক চীৎকার ডাক অাছে । হে আমার প্রিয়েরা, এই প্রকার বিষয় বিশিষ্ট কুঠরীতে তোমাদিগকে আনিতে আমি বিহিত বুঝিলাম, কেননা তোমরা স্ত্রীজাতি; এই প্রকার বিষয় তোমাদের বোধগম্য । , - অপর • খ্ৰীষ্টীয়ানী কহিল, হে মহাশয়, আমাদি আরও কিছু দেখাউন। তাহাতে তিনি তাহাদিগকে পাকশালাতে লইয়া গেলেন । সে স্থলে এক জন পরিচারক মেষ বধ করিতেছিল । সেই মেষ নীরব হইয়া ধৈর্য্যাবলম্বন পুৰ্ব্বক মৃত্যু স্বীকার করিল। পরে “ অর্থকারক কহিলেন, এই মেষহইতে তোমরা সহিষ্ণুতাগুণ শিক্ষা কর ; অর্থাৎ কেছ তোমাদের অপকার করিলে তাহাতে বিবাদ বিসম্বাদ না করিয়া তাহা সহ করিবা। দেখ, ঐ মেষ কেমন শান্ত স্বভাবে মৃত্যু স্বীকার করিতেছে, এবং তাহার চৰ্ম্ম উৎপাটনেও কোন আপত্তি করে না। তোমাদের রাজা তোমাদিগকে মেষ বলিয়া জানেন । é তৎপরে ঐ * অর্থকারক তাহাদিগকে নানাবর্ণ পু পেতে শোভিত আপন উদ্যানে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন ? এই সকল দেখিতেছ কি না ? :

  • খ্ৰীষ্টীয়ানী কহিল, হুঁ, দেখিতেছি।

• অর্থকারক পুনৰ্ব্বার কছিলেন, দেখ, এই সকল পুষ্প আকারেতে, স্বভাবেতে, বর্ণেতে, গন্ধেতে, এবং গুণেতে ভিন্ন ২, এবং কোনং পুষ্প আর ২ পুষ্পহইতে শ্রেষ্ঠ। আর মালী ষে স্থানে ষে বৃক্ষ রোপণ করিয়াছে, সে বৃক্ষ সেই স্থানেই থাকিয়া অন্য বৃক্ষের সহিত বিবাদ করে না। অনন্তর যে ক্ষেত্রেতে তিনি গোধুমাদি শস্য রোপণ