পাতা:যাত্রিকের গতি.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**8 শস্যক্ষেত্র ও বাবুই পক্ষী । , করিয়াছিলেন, সেই শস্যক্ষেত্রে তাহাদিগকে লইয়া গেলেন । তাছাতে তাছারা দেখিল, শস্যের তাবৎ শিষ নষ্ট হইয়া গিয়াছে, কেবল তৃণমাত্র অবশিষ্ট আছে। পরে তিনি কহিলেন, এই ভূমিতে সার দিয়া হাল বহিয়া বীজ বপন করা গিয়াছিল ; এই ক্ষণে ইহাতে যাহা উৎপক্স হইয়াছে, তাছা কি করা যায় ? - তাহাতে “ শ্ৰীষ্টীয়ানী কহিল, কতক পোড়াইয়। ফেল, আর কতক লায় কর । ইহ শুনিয়া * অর্থকারক কহিলেন, দেখ, লোকেরা কলেরই অপেক্ষা করে। এই নিস্ফল তৃণের বিষয়ে তুমি কহিতেছ, তাছা অগ্নিতে দগ্ধ কিম্বা মনুষ্যের পদতলে দলিত হওনের যোগ্য । অতএৰ সাবধান, এমত বিচারে পাছে তোমরা আপনাদিগকে দোষী কর । অপর তাহারা বাছিরহইতে গৃহে আসিতেছিল, এমত সময়ে দেখিল, যে এক ক্ষুদ্র বাবুই পক্ষী একটা বৃহৎ মাকভূসা মুখে করিয়া আছে। তাহাতে “ অর্থকারক কহিল, দেখ ২, ঐ পক্ষিকে দেখ। তাহাতে তাহারা চাহিয়া দেখিতে লাক্ষিল, বিশেষতঃ *করুণা আশ্চৰ্য্য বোধ করিল। পরে • গ্ৰীষ্টীয়ানী কহিল, হায়! কি হেয়জানের বিষয় ! অন্যান্য পক্ষিহইতে প্রিয় এই যে অতি সুন্দর বাৰুই পক্ষা মনুষ্যের সহবাস ভাল বাসে, সেও কি এমন অত্যাচার করে ! আমি অনুমান করিয়াছিলাম,তাহার। চাউলের কণা প্রভৃতি রুচিকর দ্রব্য ভক্ষণ করে ; এই ক্ষণে আমি এ পক্ষিকে আর পুর্ববৎ ভাল বাসি না। তাছাতে - অর্থকারক উত্তর করিয়া, কছিলেন, এই ৰাকুইপক্ষী ধৰ্ম্মবেশধারি অনেক লোকের দৃষ্টাস্ত; যেছেতক্ষ, গুছিলর স্বরেতে ও বর্গেতে ও গতিতে এই পক্ষিয় 'ek