পাতা:যাত্রিকের গতি.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইিভঞ্জনক শিক্ষা। *、*@。 ধাৰ্ম্মিক লোক তাহীদের প্রতি আতিশয় প্রেম প্রকাশ করিয়া এমত জানায় যে তাহাদের সহিত সদালাপে তাহাদের মন পরিতৃপ্ত হয়। ইহা বলিয়া তাহারা ছল করিয়া নিত্য ২ ঐ ধাৰ্ম্মিকদের গৃহেতে এবং ঈশ্বরের ভজনালয়ে যাতায়াত করে । কিন্তু যখন একাকী থাকে, তখন ঐ বাবুই পক্ষির ন্যায় তাহারাও মাকড়সা ধরিয়া গিলিতে পারে, অর্থাৎ ধৰ্ম্মাচরণ পরিত্যাগ করিয়া অধৰ্ম্ম পান করে, এবং পাপকে জলের ন্যায় উদর স্থ করে । পরে তাহারা গৃহেতে ফিরিয়া আইলে ভোজ্য দ্রব্য তখনও প্রস্তুত না হওয়াতে - খ্ৰীষ্টীয়ানী * অর্থকারককে নিবেদন করিল, অনুগ্রহ করিয়া হিতজনক আর কোন২ বিষয় আমাদিগকে দেখাউন, অথবা বর্ণনা করুন । তাহাতে * অর্থকারক বাক্যারম্ভ করিয়া কছিলেন, শূকর যত পুষ্ট হয়, তত কদমে থাকিতে ভাল বাসে। এবং গরু যত পুষ্ট হয়, তত গৰ্ব্ব পুৰ্ব্বক হত্যালয়ে যায় । এবং কামি লোক যত সুস্থ থাকে, তত তাহার মন কুকৰ্ম্মে ধাবমান হয়। - বস্ত্ৰ অলঙ্কারাদিতে বিভূষিত হওয়া যেমন স্ত্রীলোকদের বাঞ্ছা, তেমনি ঈশ্বরের দৃষ্টিতে যাহ। বহুমুল্য তাহাতে বিভূষিত হওয়াই বাঞ্ছনীয়। এক বৎসর পর্য্যন্ত জাগিয়া থাকন অপেক্ষ দুই এক রাত্রি জাগ্রৎ থাকা যেমন সহজ, তদ্রুপ যাবজ্জীবন ঈশ্বরসেৰায় সুস্থির হওনাপেক্ষা কিয়ৎকাল মাত্র ধৰ্ম্মসেব স্বীকার করা সহজ । - ঝড় হইলে নাবিকেরা প্রাণরক্ষার্থে নৌকাহইতে অম্পমুল্য দ্রব্য সকল অকাতরে জলে নিক্ষেপ কয়ে, কিন্তু কে প্রথমতঃ বহুমুল্য বস্তু ক্ষেপণ করে ? ঈশ্বরভক্ত লোক ভিন্ন কেছ তাহা করে না ।